Web bengali.cri.cn   
বৈচিত্র্যময় ভারতীয় চলচ্চিত্র
  2015-12-17 19:45:13  cri



ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব (আইএফএফআই) গত ২০ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত দেশটির গোয়া রাজ্যের রাজধানী পানাজি শহরে অনুষ্ঠিত হয়।

এবারের উত্সবে ৯০টি দেশের ২৮৯টি চলচ্চিত্র প্রদর্শিত হয়। ভারতীয় দর্শকদের কাছে বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র তুলে ধরা ছাড়াও, বিশ্বের কাছে ভারতের চলচ্চিত্রকে জনপ্রিয় করে তোলা হলো এ চলচ্চিত্র উত্সবের প্রধান উদ্দেশ্য।

সাম্প্রতিক বছরগুলোতে 'স্লামডগ মিলিয়নেয়ার' এবং 'থ্রি ইডিয়টস'সহ বলিউডের চলচ্চিত্র সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। গত বছর ভারতের 'ওহ মাই গড' চলচ্চিত্রসহ বেশ কয়েকটি চলচ্চিত্র চীনে প্রদর্শিত হয়েছে।

অনেকের মনে প্রশ্ন, কেন ভারতীয় চলচ্চিত্র এত বেশি নাচগানে ভরপুর? কেন এত বেশি নাচগান থাকা সত্ত্বেও দেশটির চলচ্চিত্র বিদেশি দর্শকদের মন জয় করে চলেছে?

ভারত বহুজাতিসম্পন্ন এবং বহুভাষাসম্পন্ন একটি দেশ। আসলে ভারতে হিন্দি, ইংরেজি, তামিল, তেলেগু এবং বাংলা ভাষাসহ রয়েছে অসংখ্য ভাষা। ভারতের চলচ্চিত্রশিল্পে খুব ভালোভাবে দেশটির এই বৈশিষ্ট্য তুলে ধরা হয়। বিভিন্ন অঞ্চল, জাতি ও ভাষার মানুষের চাহিদা পূরণ করার জন্য সিনেমা হলে মাঝেমাঝে একই চলচ্চিত্রের বিভিন্ন ভাষার সংস্করণ প্রদর্শিত হয়।

গোয়া রাজ্যের মুখ্যমন্ত্রী চলতি বছরের আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, 'আমরা সবাই জানি, ভারত বৈচিত্র্যময় একটি দেশ। ভারতের চলচ্চিত্রশিল্পে আমাদের এই বৈশিষ্ট্য তুলে ধরা হয়। বিভিন্ন অঞ্চল ও বিভিন্ন ভাষার চলচ্চিত্র উত্সবের এই প্লাটফর্মে একই সঙ্গে প্রদর্শন করা হয়। সবকিছু বৈচিত্র্যময় এবং সহনশীল'।

1 2 3
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040