Web bengali.cri.cn   
'প্যারিস প্রস্তাব'কে স্বাগত জানাচ্ছে আন্তর্জাতিক সমাজ
  2015-12-13 17:37:30  cri
ডিসেম্বর ১৩: প্যারিস জলবায়ু পরিবর্তন সম্মেলনে গতকাল (শনিবার) 'প্যারিস প্রস্তাব' গৃহীত হয়েছে। এটি ২০২০ সালের পর বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নির্ধারণ করেছে। এতে কিছু দেশের শীর্ষ নেতারা ও আন্তর্জাতিক সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা পৃথক পৃথকভাবে তাদের ভাষণ বা বিবৃতির মাধ্যমে এই প্রস্তাবকে স্বাগত জানান।

ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভা তার বিবৃতিতে বলেন, প্যারিস জলবায়ু পরিবর্তন সম্মেলন মানবজাতির তত্পরতা সীমিত করার মাধ্যমে পরিবেশের ক্ষতি কমিয়ে আনার প্রথম পদক্ষেপ। এই ক্ষেত্রে আন্তর্জাতিক সমাজ যে নির্দিষ্ট অভিযান চালিয়েছে তার সমর্থন করতে থাকবে ইউনেস্কো ও তার সদস্য দেশগুলো।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিন ল্যাগার্ড বলেন, নতুন প্রস্তাব হচ্ছে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলায় মানবজাতির আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন দেশের উচিত নিজেদের অবস্থান থেকে সংশ্লিষ্ট নির্দিষ্ট অভিযান বাস্তবায়ন করা।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মনে করেন, 'প্যারিস প্রস্তাব' হচ্ছে আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন মোকাবিলার সবচেয়ে বড় সুযোগ। (ওয়াং হাইমান/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040