Web bengali.cri.cn   
কলকাতায় বাংলাদেশের শিল্পী শাহাবুদ্দিনের প্রদর্শনী উদ্বোধন করলেন ভারতের রাষ্ট্রপতি
  2015-12-13 16:50:20  cri

ডিসেম্বর ১৩ : ভারতের কলকাতার গ্যাঞ্জেস আর্ট গ্যালারিতে শনিবার সন্ধ্যায় বাংলাদেশের প্রখ্যাত চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের দুইদিনব্যাপী একক চিত্রকলা প্রদর্শনীর উদ্বোধন করেছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।

এ সময় তিনি বলেন,বাংলাদেশ ও ভারতের শিল্পকর্ম অত্যন্ত সমৃদ্ধ। আমাদের নিয়মিত শিল্প প্রদর্শনী দেখা দরকার।

প্রণব মুখার্জি আরো বলেন,শিল্পী শাহাবুদ্দিনকে আমি দীর্ঘদিন ধরে চিনি। তিনি একজন মুক্তিযোদ্ধা। শাহাবুদ্দিন আমার অত্যন্ত ঘনিষ্ঠজন। তার আঁকা ছবি আমার অত্যন্ত প্রিয়। তার ছবি আমাদের চেতনা জাগ্রত করে।

শনিবার সন্ধ্যায় 'শান্তি' শিরোনামে এ প্রদর্শনীর উদ্বোধনের পর শিল্পীর আঁকা চিত্রকর্মগুলো দেখেন প্রণব মুখার্জি। ২২ বছর আগে ভারতের এই একই গ্যালারিতে শিল্পীর প্রথম চিত্রপ্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। (মান্না)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040