Web bengali.cri.cn   
দক্ষিণ-পূর্ব এশিয়ার সাহিত্য পুরস্কার পেলেন ভারতের জামালুদ্দীন সালি
  2015-12-13 16:49:41  cri

ডিসেম্বর ১৩ : এ বছর সাহিত্যে সম্মানজনক সাউথ ইস্ট এশিয়া রাইট অ্যাওয়ার্ড জিতলেন ৭৬ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত লেখক জামালুদ্দীন মোহাম্মদ সালি। তার রচিত ৫৭টি বই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। রোববার গণমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বেশ কয়েকটি সাহিত্য পুরস্কার বিজয়ী জামালুদ্দীন মোহাম্মদ সালি ৫০ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছেন। তিনি যেসব পুরস্কার পেয়েছেন সেগুলোর মধ্যে সিঙ্গাপুরের সম্মানজনক কালচারাল মেডালিয়োন ও তামিলনাড়ুর বেশ কয়েকটি পুরস্কারও রয়েছে। সোমবার তিনি সাউথ ইস্ট এশিয়া রাইট অ্যাওয়ার্ড পুরস্কার গ্রহণ করবেন।

জামালুদ্দীন জেএম সালি নামে অধিক পরিচিত। তিনি ৫৭টি উপন্যাস,৮০টি নাটক ও ৪শ'র বেশি ছোট গল্প লিখেছেন। তার ছোট গল্পগুলোর মধ্যে ভেল্লাই কোদুগাল (সাদা রেখা),অ্যালেইগাল পেসুগিনরানা (তরঙ্গের আওয়াজ) উল্লেখযোগ্য। তার এসব লেখনি সিঙ্গাপুর ও ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে অন্তর্ভূক্ত করা হয়েছে।

প্রতিবছর দক্ষিণ পূর্ব এশিয়ার কবি ও লেখকদের সাউথ ইস্ট এশিয়া রাইট অ্যাওয়ার্ড দেয়া হয়। এ পুরস্কার দেয়া শুরু হয় ১৯৭৯ সালে। (মান্না)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040