Web bengali.cri.cn   
স্কুল ব্যাংকিংয়ের জন্য বাংলাদেশ পুরস্কৃত
  2015-12-12 16:55:22  cri

ডিসেম্বর ১২ : স্কুল ব্যাংকিংয়ে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে 'চাইল্ড অ্যন্ড ইউথ ফাইন্যান্স ইন্টারনাশনাল কান্ট্রি অ্যাওয়ার্ড ২০১৫' অর্জন করেছে বাংলাদেশ। শিশুদের আর্থিক সেবায় অন্তর্ভুক্ত করায় চাইল্ড এন্ড ইউথ ফাইন্যান্স ইন্টারনাশনাল (সিওয়াইএফআই) এ পুরস্কার প্রদান করেছে।

যুক্তরাজ্যের লন্ডনের হাউজ অব লর্ডস-এ অনুষ্ঠিত চতুর্থ বার্ষিক চাইল্ড এন্ড ইউথ ফাইন্যান্স ইন্টারনাশনাল অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে ব্রিটিশ রাজনীতিবিদ ও হাউজ অব লর্ডস এর সদস্য রেরোনেস হাওয়ার্থ অব ব্রেকল্যান্ড-এর কাছ থেকে বাংলাদেশ ব্যাংকের পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন ব্যাংকের নির্বাহী পরিচালক আব্দুর রহিম। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের মধ্যে বাংলাদেশকে এ পুরস্কার প্রদান করা হয়। এ পুরস্কার প্রাপ্তিতে বাংলাদেশ পেছনে ফেলেছে ভারত ও ফিজিকে।

আর্থিক শিক্ষা কর্মসূচিতে অবদান রাখায় গত বছর এ অঞ্চল থেকে সিঙ্গাপুরকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছিল। (মান্না)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040