Web bengali.cri.cn   
বাংলাদেশে পদ্মা সেতুর নির্মান কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  2015-12-12 16:53:50  cri

ডিসেম্বর ১২ : বাংলাদেশে পদ্মা সেতুর নির্মান কাজের উদ্বোধন করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বেলা সোয়া ১১টার দিকে পদ্মার অপর প্রান্তে শরীয়তপুরের জাজিরায় সেতুর জাজিরা পয়েন্টে প্রথমে নদী শাসন কাজের উদ্বোধন করেন তিনি।

এ প্রকল্পের জন্য গুরুত্বপূর্ণ নদী শাসনের এই কাজটি করবে চীনা প্রতিষ্ঠান সিনোহাইড্রো করপোরেশন। ব্যয় হবে ৮ হাজার ৭০৭ কোটি ৮১ লাখ টাকা।

সকালে হেলিকপ্টারে করে নাওডোবা মৌজায় তিনি নদীশাসন কাজের উদ্বোধন করেন। জাজিরায় একটি সুধি সমাবেশেও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তারপর নৌপথে যান মাওয়ায়। মাওয়ায় মূল সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেন শেখ হাসিনা। দুপুরের পর মাওয়ায় এক জনসভায় ভাষণ দেন তিনি।

প্রায় ২৯ হাজার কোটি টাকা ব্যায়ের এই সেতু দিয়ে ঢাকাসহ দেশের পূর্বাঞ্চলের সঙ্গে সরাসরি সড়কপথে যুক্ত হবে দক্ষিণ জনপদের ২১টি জেলা। (মান্না)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040