Web bengali.cri.cn   
কৌশলগত সহযোগিতা জোরদার করবে যুক্তরাষ্ট্র-ভারত
  2015-12-11 18:38:48  cri
ডিসেম্বর ১১: কৌশলগত সহযোগিতা জোরদারে একমত হয়েছেন ভারত ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীরা। ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পাররিকার এবং মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ্টন কার্টার গতকাল (বৃহস্পতিবার) পেন্টাগনে এক বৈঠকে এ প্রত্যাশা ব্যক্ত করেন।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের কাছে 'ভারত-প্রশান্ত-এশিয়া' অঞ্চল ভবিষ্যত পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চল। ভারতের উন্নয়ন এবং 'ভারত-প্রশান্ত-এশিয়া' অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থায় অংশীদার হিসেবে যুক্তরাষ্ট্র আনন্দিত। তিনি আরো বলেন, এ অঞ্চলের নিরাপত্তার জন্য সামরিক যোগাযোগ বাড়াতে আগ্রহী যুক্তরাষ্ট্র।

গত ৭ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্র সফর করেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী। ভারতের প্রথম প্রতিরক্ষামন্ত্রী হিসেবে হাওয়াই দ্বীপপুঞ্জে প্রশান্ত মহাসাগরে মার্কিন দফতর ও ভার্জিনিয়ায় পরমাণু শক্তিচালিত বিমানবাহী জাহাজ ইউএসএস আইসেনহাওয়া পরিদর্শন করেন।

(নীলাম্বর/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040