Web bengali.cri.cn   
নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়ার মানবাধিকার পরিস্থিতি যাচাইয়ের বিরোধিতা করেছে চীন
  2015-12-11 18:22:57  cri
ডিসেম্বর ১১: জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়ার মানবাধিকার পরিস্থিতি যাচাইয়ের বিরোধিতা করেছে চীন। জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি ওয়াং মিন গতকাল (বৃহস্পতিবার) নিরাপত্তা পরিষদের প্রকাশ্য সম্মেলনে এ বিরোধিতা করেন। ওয়াং মিন বলেন, চীন বরাবরই নিরাপত্তা পরিষদকে অন্য দেশের মানবাধিকার পরিস্থিতিতে হস্তক্ষেপের বিরোধিতা করে। 'জাতিসংঘ সনদে' স্পষ্টভাবে জাতিসংঘের বিভিন্ন সংস্থার দায়িত্ব নির্ধারিত হয়েছে। নিরাপত্তা পরিষদের উচিত আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার হুমকি নিরসনে কাজ করা। উত্তর কোরিয়ার মানবাধিকার পরিস্থিতি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তায় কোন হুমকি সৃষ্ট করেনি।

তিনি আরো বলেন, বর্তমানে কোরীয় উপদ্বীপের পরিস্থিতি বেশ জটিল হয়ে পড়েছে। কোরীয় উপদ্বীপে শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা, পরমাণু অস্ত্রমুক্ত করা, সংলাপের মাধ্যমে সমস্যা সমাধান করা বিভিন্ন পক্ষের জন্য সহায়ক।

চীন সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে কোরীয় উপদ্বীপে শান্তি ও স্থিতিশীলতা বাস্তবায়নের চেষ্টা করবে বলেও উল্লেখ করেন তিনি।

(ছাই/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040