Web bengali.cri.cn   
চীন ও মার্কিন প্রেসিডেন্টের মধ্যে ফোনালাপ, সহযোগিতা জোরদারে ঐক্যমত
  2015-12-11 18:14:43  cri
ডিসেম্বর ১১: শুক্রবার চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মধ্যে ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে।

সিন চিন পিং বলেন, সম্প্রতি আমরা প্যারিস বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক ও অভিন্ন স্বার্থ নিয়ে গভীর মতবিনিময় করেছি এবং অনেক নতুন সিদ্ধান্তে পৌঁছেছি। আসন্ন বছর চীন-মার্কিন সম্পর্ক উন্নয়নের গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হয়েছে। পাশাপাশি কিছু চ্যালেঞ্জও তৈরি হয়েছে। দু'দেশের সম্পর্কের টেকসই, সুষ্ঠু ও স্থিতিশীল উন্নয়ন বজায় রাখা অভিন্ন স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ। বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ও বিনিময় জোরদার, মতভেদ ও স্পর্শকাতর ইস্যু সমাধানের জন্য দু'দেশ যৌথ প্রচেষ্টা চালাবে বলেও আশা করেন সি চিন পিং।

অন্যদিকে ওবামা প্যারিসে প্রেসিডেন্ট সি'র সঙ্গে বৈঠকের কথা স্মরণ করে বলেন, গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যায় সমন্বয় বজায় রাখা দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে খুব গুরুত্বপূর্ণ। বর্তমানে প্যারিস জলবায়ু পরিবর্তন সম্মেলনে চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনা চলছে। এক্ষেত্রে চীনের সঙ্গে সমন্বয় ও সহযোগিতা করতে ইচ্ছুক যুক্তরাষ্ট্র।

(শুয়েই/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040