Web bengali.cri.cn   
'২০১৬ বিশ্ব অর্থনীতি ও পূর্বাভাষ' প্রকাশ করেছে জাতিসংঘ
  2015-12-11 18:14:42  cri
ডিসেম্বর ১১: জাতিসংঘের অর্থনীতি ও সমাজ বিভাগ গতকাল (বৃহস্পতিবার) '২০১৬ সালের বিশ্ব অর্থনৈতিক অবস্থা ও পূর্বাভাষ' সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, আগামী বছর বিশ্ব অর্থনীতির সামান্য উন্নতি হতে পারে। ধারণা করা হচ্ছে ২০১৬ ও ২০১৭ সালে বিশ্ব অর্থনীতি উন্নয়নের হার মাত্র ২.৯ ও ৩.২ শতাংশ হবে। ২০১৫ সালে বিশ্ব অর্থনীতির উন্নয়নের হার মাত্র ২.৪ শতাংশ। এটি আগের ধারণার চেয়েও কম।

প্রতিবেদনে বলা হয়, এখন বিশ্বের অর্থনীতি পাঁচটি চ্যালেঞ্জের মুখোমুখি। সামষ্টিক অর্থনৈতিক অনিশ্চয়তা, পণ্যমূল্যের নিম্নতর ও বাণিজ্যিক উত্পাদন হ্রাস, বিনিময় হারে ভারসাম্যহীনতা ও মূলধন কমে যাওয়া, বিনিয়োগ ও উত্পাদন কম এবং আর্থিক বাজার ও প্রকৃত অর্থনৈতিক কাজের মধ্যে বিচ্ছিন্নতা।

উন্নয়নশীল দেশ ও রূপান্তরিত অর্থনৈতিক সত্তার অর্থনৈতিক বৃদ্ধির গতি ইতিহাসের সর্বনিম্ন অবস্থায় আছে। বিশ্ব অর্থনীতি বৃদ্ধির কেন্দ্র পুনরায় উন্নত দেশমুখী হতে পারে।

এতে আরো বলা হয়, ২০১৬ ও ২০১৭ সালে উন্নয়নশীল দেশের অর্থনৈতিক বৃদ্ধির হার ৪.৩ ও ৪.৮ শতাংশ হবে। বর্তমানে দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক উন্নয়নের গতি সবচেয়ে বেশি। ২০১৬ সালে দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক উন্নয়ন ৬.৭ শতাংশ হারে হতে পারে। আগামী বছর যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও জাপানের অর্থনীতি বৃদ্ধির হার হবে যথাক্রমে ২.৬, ২ ও ১.৩ শতাংশ।

(ছাই/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040