Web bengali.cri.cn   
মানবিক সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমাজের প্রতি চীনা প্রতিনিধির আহ্বান
  2015-12-11 18:13:47  cri
ডিসেম্বর ১১: জাতিসংঘে নিযুক্ত চীনের উপ-প্রতিনিধি ওয়াং মিন গতকাল (বৃহস্পতিবার) বিশ্বব্যাপী মানবিক সংকট মোকাবিলায় কার্যকর ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছন।

এদিন জাতিসংঘে মানবিক, দুর্যোগ ও ত্রাণকাজে সমন্বয় জোরদার নিয়ে এক সম্মেলনের আয়োজন করা হয়। ভাষণে ওয়াং মিন বলেন, ২০১৫ সালে ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ হয়েছে। সামরিক সংঘাত, সন্ত্রাসবাদ ও সহিংসতাসহ বিভিন্ন নিরাপত্তা হুমকি দেখা দিয়েছে। বিশ্ব মানবিক সংকট আরো বেড়েছে। তাই আন্তর্জাতিক সমাজের উচিত সহযোগিতা জোরদার করা ও কার্যকর ব্যবস্থা নেওয়া।

ওয়াং মিন আরো বলেন, আন্তর্জাতিক মানবিক ত্রাণ ও সহায়তা সংক্রান্ত জাতিসংঘ সনদ ও সংশ্লিষ্ট নীতি মেনে চলা উচিত। মানবিক সংকট মোকাবিলা করতে হলে শান্তি ও যৌথ উন্নয়ন বাস্তবায়ন করা উচিত। আন্তর্জাতিক সমাজের উচিত ২০৩০ সালের টেকসই উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের জন্য উন্নয়নশীল দেশগুলোকে আরো বেশি সহায়তা করা।

তিনি বলেন, চীন বিভিন্ন দেশের সঙ্গে যৌথ উন্নয়ন ও শান্তি রক্ষায় ইতিবাচক অবদান রাখতে ইচ্ছুক।

(শুয়েই/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040