Web bengali.cri.cn   
বাংলাদেশের উদ্যোগে বঙ্গোপসাগরে ভূকম্প জরিপ
  2015-12-11 16:50:46  cri
ডিসেম্বর ১১ : বাংলাদেশের উদ্যোগে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে মাল্টিক্লায়েন্ট ভূকম্প জরিপের জন্য আগামী সপ্তাহেই দরপত্র আহ্বান করবে পেট্রোবাংলা। দেশের সমুদ্রাঞ্চলে অগভীর অংশের পশ্চিমভাগে এবং সম্পূর্ণ গভীর সমুদ্রের তথ্য উপাত্ত সংগ্রহের জন্য এ জরিপ পরিচালিত হবে। গতকাল বুধবার দেশটির রাজধানী ঢাকায় সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান বিষয়ে এক পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

জানা গেছে, বঙ্গোপসাগরে মাল্টিক্লায়েন্ট সিসমিক (ভূকম্প) জরিপ পরিচালনায় দরপত্র আহ্বানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী ৮-১০ দিনের মধ্যেই এ দরপত্র আহ্বান করা হবে। যোগ্য দরপ্রস্তাবকারী কোম্পানি বা কনসোর্টিয়ামকে জরিপের কাজ দেয়া হবে।

ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমার বিরোধ নিষ্পত্তির পর প্রায় ১ লাখ ১৯ হাজার বর্গকিলোমিটার এলাকাজুড়ে বাংলাদেশের সমুদ্রসীমানা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে ভারত ও মিয়ানমার নিজ নিজ সীমানায় জরিপ চালিয়ে তেল-গ্যাস মজুদের সন্ধান পেয়েছে। বাংলাদেশের সমুদ্রসীমায়ও তেল ও গ্যাসসহ বিপুল খনিজ সম্পদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। (মান্না)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040