Web bengali.cri.cn   
শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে যুবকদের ভূমিকা জোরদার করা উচিত: নিরাপত্তা পরিষদ
  2015-12-10 19:10:12  cri
ডিসেম্বর ১০: জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গতকাল (বুধবার) যুব সমাজকে বিশ্বশান্তি প্রতিষ্ঠা এবং সহিংস চরমপন্থা দমন ও প্রতিরোধে জোরদার ভূমিকা পালনের খসড়া সিদ্ধান্ত নেওয়া হয়।

এ সিদ্ধান্তে ১৮ থেকে ২৯ বছর বয়সী যুবকদের অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়। নিরাপত্তা পরিষদ বিভিন্ন দেশকে অন্তর্ভুক্তিমূলক পদ্ধতিতে যুবকদেরকে সংঘর্ষ নিরসন এবং সন্ত্রাস ও চরমপন্থা দমনে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে উত্সাহ দেওয়ার আহ্বান জানায়।

নিরাপত্তা পরিষদ বিভিন্ন দেশের যুবকদের প্রশিক্ষণ ও অর্থনৈতিক উন্নয়নে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে। শান্তি ও সংলাপ চালু করে যুবকদের সহিংস তত্পরতায় অংশ নেওয়া প্রতিরোধ করার প্রস্তাব দেওয়া হয়।

সন্ত্রাসী সংঘর্ষে যুবকসহ সাধারণ নাগরিকদেরকে সুরক্ষার বিষয়টি জোরালভাবে উল্লেখ করেছে নিরাপত্তা পরিষদ।

গত অগাস্টে অনুষ্ঠিত 'শান্তি ও নিরাপত্তা' বিষয়ক বিশ্ব যুব ফোরামে এ সিদ্ধান্তের খসড়া প্রণয়ন করা হয়।

(ছাই/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040