Web bengali.cri.cn   
আফগান হাসপাতালে বিমান হামলার ঘটনা তদন্তে স্বাধীন সংস্থাকে নিয়োগ করার দাবি যুক্তরাষ্ট্রের প্রতি
  2015-12-10 15:10:01  cri
ডিসেম্বর ১০: আন্তর্জাতিক চিকিত্সা সহায়তা সংস্থা 'ডক্টরস উইথআউট বর্ডার্স' গত অক্টোবরে আফগানিস্তানের একটি হাস্পাতালে মার্কিন বিমান হামলার ঘটনার তদন্ত করার জন্য স্বাধীন তদন্ত সংস্থাকে অনুমোদন দেওয়ার জন্য হোয়াইট হাউসের প্রতি দাবি জানিয়েছে। গতকাল (বুধবার) তারা এ দাবি জানায়। এ দাবি আদায়ের জন্য ৫.৪৭ লাখ মানুষ স্বাক্ষর করেছে।

একই দিন অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে এ সংস্থার নির্বাহী পরিচালক কয়েন জানান, আন্তর্জাতিক যুদ্ধ আইনে স্পষ্টভাবে হাসতালের ওপর হামলা নিষেধ করার ধারা আছে। স্বাধীন সংস্থার তদন্ত করার বিষয়ে অনুমোদন দিলে যুক্তরাষ্ট্র যে আন্তর্জাতিক যুদ্ধ আইন অনুসরণ করে তার প্রমাণ হবে।

আফগানিস্তানে ন্যাটোর পরিচালক জন ক্যাম্পবেল গত ২৫ নভেম্বর তাদের তদন্তের ফলাফল জানিয়ে বলেছেন, ভুল নির্দেশনার কারণে গত ৩ অক্টোবর মার্কিন বাহিনীর বিমান হামলায় ভুল করে উত্তর আফগানিস্তানের একটি হাসপাতালের ওপর হামলা চালানো হয়।

তিনি আরো বলেন, এ ঘটনা এড়ানো যেত। কিন্তু নিয়ন্ত্রণ কেন্দ্র ও বিমান চালকদের মধ্যে যোগাযোগ সমস্যার কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। (স্বর্ণা/মান্না)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040