Web bengali.cri.cn   
আফগান ইস্যুতে চার-পাক্ষিক বৈঠকে চীনা পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ
  2015-12-10 14:53:01  cri

ডিসেম্বর ১০: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত আফগান বিষয়ক ইস্যুর পঞ্চম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনকালে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল (বুধবার) আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি আহমাদজাই, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এবং যুক্তরাষ্ট্রের স্থায়ী উপ-পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠকে ওয়াং ই বলেছেন, আফগানিস্তানের শান্তিপূর্ণ পুর্নগঠনে চীনের সমর্থন রয়েছে। বর্তমানে সবচেয়ে জরুরী বিষয় হলো আফগানিস্তানে সমঝোতা বাস্তবায়ন করা। চীন বিশ্বাস করে নিজ দেশের সমঝোতা এগিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়ায় আফগান সরকার বিশেষ ভূমিকা পালন করবে। চীন আশা করে যুক্তরাষ্ট্রের ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা থাকবে এ ক্ষেত্রে।

তিনি বলেন, আফগানিস্তান-পাকিস্তান সম্পর্ক উন্নয়ন, পরস্পরের মধ্যে আস্থা প্রতিষ্ঠা করা এবং সহযোগিতা করার ক্ষেত্রে চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত সমর্থন দেওয়া। বিভিন্ন পক্ষের উচিত আন্তর্জাতিক আইন অনুসারে সন্ত্রাসবাদ দমনে সহযোগিতা জোরদার করা। যাতে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীল রক্ষা করা সম্ভব হয়। (জিনিয়া ওয়াং/মান্না)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040