Web bengali.cri.cn   
'Diamond Lover' শিরোনামের টিভি সিরিয়ালের গানগুলো
  2015-12-10 11:50:06  cri


প্রিয় শ্রোতা, চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের 'সুরের ধারায়' অনুষ্ঠান। পরিবেশন করছি আমি ওয়াং তান হোং রুবী।

আজকের এ অনুষ্ঠানে আপনাদের চীনের বর্তমান সময়ের জনপ্রিয় বেশ কিছু গানের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই।

আপনারা প্রস্তুত আছেন তো? তাহলে চলুন উপভোগ করা যাক আজকের গানগুলো।

বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতেই আপনারা যে গানটি শুনছেন, তার শিরোনাম 'Diamond Lover'।

শ্রোতা বন্ধুরা, 'Diamond Lover' শিরোনামের গানটি চীনের একটি টিভি সিরিয়ালের গান। সিরিয়ালটির নামও 'Diamond Lover'। বর্তমান সময়ের খুবই জনপ্রিয় টিভি সিরিয়াল এটি।

'Diamond Lover' সিরিয়ালটি ২০১৫ সাল থেকে প্রচারিত হচ্ছে। এ সিরিয়ালে 'মি তুও' নামের একটি মেয়ের অসাধারণ জীবনযাত্রার কথা বর্ণনা করা হয়েছে।

মি তুও একটি ডায়মন্ড কোম্পানির সিইও সিয়াও লিয়াংকে পছন্দ করেন। কিন্তু দু'জনের মধ্যে ব্যাপক পার্থক্য থাকার কারণে মি তুও সিয়াও লিয়াং'র কাছে ভালোবাসার কথা বলতে সাহস পান নি। হঠাত্ একটি গাড়ি দুর্ঘটনায় তার ভাগ্য পুরোপুরি পরিবর্তন হয়ে যায়।

সুপ্রিয় শ্রোতা, এখন আপনারা যে গানটি শুনেছেন, তার শিরোনাম 'ভান করা'।

দুর্ঘটনার পর প্লাস্টিক সার্জারির মাধ্যমে মি তুও'র চেহারা পুরোপুরি বদলে যায়। তিনি এরপর একটি ডায়মন্ড কোম্পানিতে চাকরিতে যোগ দেন এবং ডায়মন্ড ডিজাইনারের সহকারী হিসেবে কাজ শুরু করেন। হারানো প্রেম ও কর্মচ্যুতি-এই দুই আঘাতের পর মি তুও উপলব্ধি করেন, সুন্দর চেহারা প্রেম জয় করার চাবি নয়। এ ভাবনা থেকে মি তুও সুন্দর ও অসুন্দর চেহারা নিয়ে আর চিন্তিত নন। তিনি একজন উপযুক্ত জুয়েলারী ডিজাইনার হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য প্রতিজ্ঞা করেন।

মি তুও'র ইতিবাচক মনোভাব সিয়াও লিয়াংকে মুগ্ধ ও আকর্ষণ করে। অবশেষে মি তুও নিজের স্বপ্ন ও প্রেমপ্রাপ্তি দু'ক্ষেত্রেই সফলতা অর্জন করেন।

সুপ্রিয় শ্রোতা, এরপর আপনাদের জন্য নিয়ে আসছি 'Never Meet Again' নামের একটি সিনেমার গান।

শ্রোতা, এখন আপনারা যে গানটি শুনছেন, তা এই সিনেমার একই নামের একটি গান। তাহলে শুনুন গানটি।

চীনের সর্বোচ্চ পূর্বাঞ্চলে তোং চি নামের একটি দ্বীপ আছে। সেখানে মানসিক প্রতিবন্ধী যুবক হু শেং বসবাস করেন। হু শেং তার দুজন ভালো বন্ধু মা হাও হ্যান ও চিয়াং হোং'র গল্প বর্ণনা করেন।

শ্রোতা, এখন আপনারা যে গানটি শুনছেন, তার নাম 'সাধারণ পথ'।

মা হাও হ্যান দেশের বাইরে থেকে বেশ কয়েক বছর পরিশ্রম করার পর জন্মস্থানে ফিরে আসেন। ফিরে আসার পরপরই পুরো দ্বীপে ধ্বংস করে পুনর্বাসনের মুখোমুখি হন। এ দিকে তার একজন ভালো বন্ধু দ্বীপটির একমাত্র শিক্ষক চিয়াং হো'ও আরও দূরের এক অঞ্চলের একটি স্কুলে চাকরিতে যোগ দেবেন।

সুপ্রিয় শ্রোতা, এখন আপনারা যে গাটি শুনছেন, তার শিরোনাম 'Que Sera Sera-f'।

হাও হ্যান গাড়ি চালিয়ে চিয়াং হো'কে সে স্কুলে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। অপূর্ব সুন্দর একটি পথ দিয়ে যাচ্ছেন তারা। যাওয়ার পথে তাদের ছোটবেলার ভালো বন্ধু চৌ মো এবং বিপথে চলে যাওয়া সুমি'র সঙ্গে দেখা হয়। এছাড়া চিয়াং হাওয়ের সাথে বেশ কয়েক বছর পর দেখা হয় লিউ ইং ইং নামের অন্য আরেকজন বন্ধুর সাথে।

বন্ধুরা, এখন আপনারা 'তোং চি দ্বীপের সংগীত' শিরোনামে একটি গান শুনবেন।

নতুন স্কুলে যাওয়ার পথ দেখতে সাধারণ পথের মতোই। কিন্তু এ পথে যে সব ঘটনা ঘটেছে, সেগুলোর কারণে হাও হ্যান ও চিয়াং হো জীবনের নতুন সূচনার সৃষ্টি হয়েছে এবং নতুন জীবনযাত্রা শুরু হয়।

প্রিয় শ্রোতা, এখন শুনবেন এ সিনেমার আরেকটি গান। এ গানের নাম 'চাঁদের ছায়ায়'।

এরপর কি ঘটবে.................? খুব মজার একটি কাহিনী, তাই না। শেষ পরিণতি জানতে প্রিয় শ্রোতা আপনারা সিনেমাটি দেখে নিতে পারেন।

সুপ্রিয় বন্ধুরা, আজকের 'সুরের ধারায়' অনুষ্ঠান এ পর্যন্তই। গানগুলো কেমন লাগলো আপনাদের? যদি ভালো লেগে থাকে এবং এ অনুষ্ঠান নিয়ে আপনাদের কোনো মতামত থাকে, তাহলে আমাদের চিঠি বা ইমেল পাঠাতে ভুলবেন না। আমাদের ইমেল ঠিকানা হলো .....................।

এবার বিদায়ের পালা। আগামী বৃহস্পতিবার আবার আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। চাই চিয়ান। (রুবি/মান্না)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040