Web bengali.cri.cn   
নকিয়া ফিরে আসছে!
  2015-12-10 11:43:15  cri


এক সময় বিশ্বের বৃহত্তম মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান নকিয়ার কথা নিশ্চয়ই সবাই শুনেছেন। সুপ্রিয় শ্রোতা, নকিয়া মোবাইল ফোন আবারও ফিরে আসছে! আপনি কি বিশ্বাস করছেন? ফিনল্যান্ডের বর্তমানে টেলিযোগাযোগ যন্ত্রপাতি নির্মাতা নকিয়ার প্রধান নির্বাহী রাজিব সুরি আবারো মোবাইল ফোন নির্মাণের কাজে ফেরার আগ্রহের কথা জানিয়েছেন।

মাইক্রোসফটের কাছে মোবাইল ফোন বিভাগটি বিক্রি করে দিলেও আগামী বছরের শেষ নাগাদ আবার মোবাইল ফোনের বাজারে ফিরে যাবে নকিয়া। প্রযুক্তি-বিষয়ক বিভিন্ন ওয়েবসাইটে ইতিমধ্যে নকিয়া নতুন স্মার্টফোন নিয়ে খবর চাউর হতে শুরু করেছে। এনডিটিভির এক খবরে বলা হয়েছে, নকিয়ার সি১ নামের একটি স্মার্টফোনের তথ্য ইতিমধ্যে ফাঁস হয়েছে। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, নকিয়ার সি১ নামের এই স্মার্টফোনটি দুটি সংস্করণ বাজারে আসতে পারে। এর একটি চলবে অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ মার্সম্যালোতে, আরেকটি সংস্করণে ব্যবহৃত হবে উইন্ডোজ ১০। সাদা, সোনালি, গোলাপি ও ধূসর রঙে বাজারে আসবে নকিয়ার এই স্মার্টফোনটি।

জার্মানির ম্যানেজার ম্যাগাজিনকে নকিয়ার প্রধান নির্বাহী রাজিভ সুরি ওই সময় বলেছিলেন, ২০১৬ সাল থেকে যখন মাইক্রোসফটের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। তখন থেকে ফোনের নকশা ও নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে লাইসেন্স দিতে শুরু করবে নকিয়া।

রাজিব বলেন, 'এখন নকিয়া ফোন তৈরির জন্য আমরা উপযুক্ত অংশীদার খুঁজছি। মাইক্রোসফট এখন মোবাইল ফোন তৈরি করছে। আমরা আমাদের অংশীদারকে ফোনের নকশা ও নকিয়া ফোন তৈরির লাইসেন্স দেব।'

অ্যাপলের আইফোনের মতো উদ্ভাবনী পণ্যের সঙ্গে পেরে না উঠে নকিয়ার স্মার্টফোনের জনপ্রিয়তা কমতে শুরু করায় গত বছর মাইক্রোসফট কিনে নেয় নকিয়ার মোবাইল ফোন বিভাগটি। মাইক্রোসফটের কাছে ফোন বিভাগটি বিক্রি করার মাস কয়েকের মধ্যে আবার ভিন্ন পথে হাঁটা শুরু করে নকিয়া। তাইওয়ানের প্রযুক্তিপণ্য নির্মাতা ফক্সকনকে ব্র্যান্ড লাইসেন্স বিক্রি করে নকিয়া। নকিয়া ব্র্যান্ড নামে ট্যাব বাজারে ছাড়ে ফক্সকন। ভবিষ্যতে আরও নতুন পণ্য বাজারে ছাড়ার ইঙ্গিত দেয় প্রতিষ্ঠানটি।

বাজার বিশ্লেষকেরা বলছেন, গত বছর ৭২০ কোটি মার্কিন ডলার খরচ করে নকিয়ার মোবাইল হ্যান্ডসেট ইউনিটটি কিনেছিল মাইক্রোসফট, যা বর্তমানে মাইক্রোসফটের লোকসানি ব্যবসায় পরিণত হয়েছে। স্মার্টফোন বাজারেও মাত্র তিন শতাংশ দখল করতে পেরেছে মাইক্রোসফট।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040