guangying
|
এলদার রিয়াজানোভ রাশিয়ায়ও অনেক জনপ্রিয়। তার মৃত্যুর খবর প্রচারিত হবার সঙ্গে সঙ্গে তার চলচ্চিত্র অনুরাগীরা স্বতস্ফুর্তভাবে মস্কোর দক্ষিণ পশ্চিমাঞ্চলের লেনিন রাস্তায় অবস্থিত 'এলদার আলেক্সান্দ্রোভিচ রিয়াজানোভ' নামের চলচ্চিত্র ক্লাবে চলে যান। সেখানে তারা এই মহান চলচ্চিত্র ব্যক্তিত্বের প্রতি শোক প্রকাশ করেন।
ক্লাবটির একটি শোক বইয়ে একজন চলচ্চিত্র অনুরাগী নিজের মনের আবেগ প্রকাশ করে বলেন, 'আজ ভীষণ বেদনাদায়ক একটি দিন। এলদার রিয়াজানোভ, আমরা আপনার কাছ থেকে বিদায় নিতে চাই না। আমরা যতদিন বেঁচে আছি, ততদিন আপনি আমাদের সঙ্গে থাকবেন।'
৩০ নভেম্বর এলদার রিয়াজানোভের মৃত্যুর খবর মিডিয়ার মাধ্যমে প্রকাশের পর ওই ক্লাবটির সিনেমা হলে রিয়াজানোভের বিশাল আকারের ছবি রাখা হয়। সেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অব্যাহতভাবে চলচ্চিত্র অনুরাগীদের ফুল দেওয়ার দৃশ্য দেখা যায়।
সেখানে দর্শকরা বলেন, 'আমার মন অনেক বিষণ্ণ হয়ে গেছে। আমরা মহান একজন শিক্ষক হারিয়েছি।'
'তিনি নিজের চলচ্চিত্রের মাধ্যমে বেশ কয়েক প্রজন্মের মানুষকে অনুপ্রেরণা দিয়েছেন। তিনি আমাদের শৈশব, তরুণ সময় এবং বড় হওয়ার দিনগুলোর ওপর ইতিবাচক প্রভাব ফেলেছেন। ভবিষ্যতে আরো অনেক দর্শক তার চলচ্চিত্র পছন্দ করবেন বলে আমি বিশ্বাস করি।'
'আমি তাকে খুব পছন্দ করি। আমার জীবনের বাকী দিনগুলোতে তার চলচ্চিত্র ঘনিষ্ঠভাবে আমার সঙ্গে থাকবে।'
'এলদার আলেক্সান্দ্রোভিচ রিয়াজানোভ' চলচ্চিত্র ক্লাবটি ২০০৫ সালের ফেব্রুয়ারি মাসে প্রতিষ্ঠিত হয়। মস্কোর পৌর সরকারের উদ্যোগে এলদার রিয়াজানোভ নিজেই এই ক্লাব নির্মাণের দায়িত্ব পালন করেন।
চলতি বছর হলো এ ক্লাব প্রতিষ্ঠার দশম বার্ষিক। এটি শুধুমাত্র একটি সাধারণ সিনেমা হল নয়, এটি চলচ্চিত্র শিল্পের একটি গুরুত্বপূর্ণ প্রাঙ্গন এবং চলচ্চিত্র অনুরাগীদের বাড়ি। এখানে নিয়মিত নানা ধরনের নতুন চলচ্চিত্র প্রদর্শন করা হয়। এ ছাড়া, এখানে নিয়মিত পুরনো চলচ্চিত্রের প্রদর্শনী, চলচ্চিত্র অনুরাগীদের সম্মেলন, সঙ্গীত, কন্সার্ট, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়।
ক্লাবটি প্রতিষ্ঠার শুরু থেকেই এখানে কাজ করছেন নাতালিয়া গোলিশতিনা। তিনি সংবাদদাতাদের সঙ্গে এলদার রিয়াজানোভের সঙ্গে দশ বছর কাজ করার সুন্দর স্মৃতি শেয়ার করেন।
তিনি বলেন, 'আমাদের এখানে কাজ করার উদ্দেশ্য টাকা রোজগার নয়। আমরা মহান শিক্ষকের সঙ্গে একসাথে কাজ করার জন্য এখানে এসেছি। তার নেতৃত্বে আমরা এই ক্লাব প্রতিষ্ঠা করি এবং আমরা তার কাছে কিছু প্রস্তাব উত্থাপন করি। ক্লাবটি প্রতিষ্ঠার পর প্রতি বছর নববর্ষে আমরা সান্ধ্য পার্টির আয়োজন করি। আমরা নিজ উদ্যোগেই অনুষ্ঠান পরিবেশন করি। পরে এলদার রিয়াজানোভ আমাদের জানান, আমরা ইতোমধ্যেই তার সবচেয়ে কাছের মানুষে পরিণত হয়েছি। নিজের সবচেয়ে কাছের মানুষদের সঙ্গে একসাথে কাজ করলে তিনি নিজে অনেক সুখবোধ করেন বলে মনে করেন।'
এই চলচ্চিত্র ক্লাবে একটি রেস্তোরাঁও আছে। নাম 'এ ক্রুয়েল রোমান্স'। তার এই নামের একটি চলচ্চিত্র থেকে এ নামটি দেওয়া হয়। রেস্তোরাঁটি জাহাজের ডেকের মতো ডিজাইন অনুযায়ী সাজানো হয়েছে। রেস্তোরাঁর বাইরে আরেকটি ছোট অংশ আছে। সেটিও ছোট আকারের একটি চলচ্চিত্র জাদুঘর। দেয়ালে বিভিন্ন চলচ্চিত্রের পোস্টার লাগানো আছে। সেখানকার প্রতিটি চেয়ার এক একজন রুশ চলচ্চিত্র তারকার নাম অনুযায়ী নির্ধারণ করা।
নাতালিয়া গোলিশতিনা বলেন, 'বর্তমানে আমাদের চলচ্চিত্র ক্লাবে স্থায়ী দর্শকদল আছে। অনেক দর্শক এই দলে যোগ দেন। করণ সবাই মনে করেন, এই জায়গা হলো সাংস্কৃতিক পরিবেশের একটি বিশেষ জায়গা। আজ চলচ্চিত্র অনুরাগীদের মধ্যে যারা এলদার রিয়াজানোভের প্রতি শোক প্রকাশ করার জন্য এখানে এসেছেন, তারা আশা করেন, এই ক্লাব চিরদিন থাকবে। কারণ মানুষ এখানে মনের সান্ত্বনা খুঁজে পেতে পারেন।'
এলদার রিয়াজানোভ কমেডির মাধ্যমে সাধারণ মানুষের জীবন এবং মনের বিশ্বকে তুল ধরতে অনেক দক্ষ। দর্শকদের জীবনে একই ধরনের অভিজ্ঞতা থাকুক বা না থাকুক, তার চলচ্চিত্র দেখে হাসাহাসির পর দর্শকরা এক মুহূর্তের জন্য চলচ্চিত্রের চরিত্রের সংগ্রাম, আনন্দ, রাগ, বেদনা ও খুশিতে গভীরভাবে উদ্বুদ্ধ হতে পারেন।
এলদার রিয়াজানোভের উদ্যোগে নির্মিত এই চলচ্চিত্র ক্লাবে চলচ্চিত্রকে ভালোবাসা একদল অনুরাগী মিলিত হন। তারা এখানে জীবনের সঙ্গে চলচ্চিত্রের সংলাপ চালিয়ে যাবেন। এলদার রিয়াজানোভকে স্মরণের জন্য এটাই হলো সবচেয়ে ভালো উপায়।
'আলোছায়া' পরিবেশনায় লিলি লাবণ্য ও এনামুল হক টুটুল।