Web bengali.cri.cn   
চীনের গায়িকা তেং চি ছি
  2015-12-09 16:03:31  cri

 


 


আজকের অনুষ্ঠানে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের একজন বিখ্যাত গায়িকাকে। তার নাম তেং চি ছি।

আজ প্রথমেই আমরা তেং চি ছি'র গাওয়া 'তোমাকে ভালোবাসি' গানটি শুনবো। এই গানটি চীনের বিখ্যাত ব্যান্ডদল Beyond-এর শ্রেষ্ঠ একটি গান। বেশ কয়েকজন এ গানটি গেয়েছেন।

এ গানের কথা প্রায় এমন, তোমাকে ভালোবাসি/তোমার চোখ সুন্দর/হাসি আরো সুন্দর/তোমার চেহারায় হাত বুলাতে চাই/হাত ধরে কথা বলতে চাই/এ এক চমত্কার অনুভূতি।

শ্রোতাবন্ধুরা, তেং চি ছি ১৯৯১ সালের ১৬ অগাস্ট চীনের শাংহাইয়ে জন্মগ্রহণ করেন। তার বাবা হংকংয়ের মানুষ আর মা শাংহাইয়ের মানুষ। চার বছর বয়সে তিনি পরিবারের সঙ্গে হংকংয়ে গিয়ে বসবাস করতে শুরু করেন। তেং চি ছি বাদ্যযন্ত্রে ভরা এক পরিবারে বড় হয়েছেন। তার নানা বাদকদলের শ্যাস বাজান, নানী গানের শিক্ষিকা। মামা ভায়োলিন বাজান। আর তার মা শাংহাই সঙ্গীতবিদ্যালয়ের সঙ্গীতের শিক্ষিকা। এমন সঙ্গীতময় পরিবেশে বড় হওয়ার কারণে তেং চি ছি খুব ছোটবেলা থেকেই গান গাইতে পছন্দ করেন।

অবাক ব্যাপার হলো, মাত্র পাঁচ বছর বয়সে তিনি গান লিখতে শুরু করেন। প্রাথমিক স্কুল জীবন থেকেই তিনি নানা ধরনের গানের প্রতিযোগিতায় অংশ নিতে শুরু করেন। এ সময় বেশ অনেকগুলো পুরস্কারও পেয়েছেন। ২০০৬ সালে ১৪ বছর বয়সে তেং চি ছি 'Spice it Up' নামে একটি গানের প্রতিযোগিতায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হন। এতে তার সঙ্গীত প্রতিভা আবিষ্কৃত হয়। পরে একটি সঙ্গীত কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন তিনি। এর দু'বছর পর তেং চি ছি পেশাদার গায়িকা হিসেবে সঙ্গীত জীবন শুরু করেন।

২০০৮ সালের অক্টোবরে তেং চি ছি তার প্রথম অ্যালবাম 'G.E.M' প্রকাশ করেন। এই অ্যালবাম প্রকাশের পর কণ্ঠশিল্পী হিসেবে বেশ জনপ্রিয় হয়ে যান তিনি। ফলে হংকংয়ের 'Jade Solid Gold Awards Presentation'এর সবচেয়ে জনপ্রিয় গায়িকার পুরস্কার জিতে নেন।

এখন আমরা তার প্রথম অ্যালবাম থেকে 'স্মৃতির বালিঘড়ি' নামে একটি গান শুনবো।

বন্ধুরা, ২০০৯ সালের এপ্রিলে তার দ্বিতীয় অ্যালবাম '১৮' প্রকাশ হয়। এ সময় ব্যাপক জনপ্রিয়তার জন্য তরুণ গায়কা হিসেবে তেং চি ছি নতুন উদ্যোগে নিজের সংগীতানুষ্ঠানের আয়োজন করেন। ২০১১ সালে ১৯ বছর বয়সে হংকংয়ের সবচেয়ে বিখ্যাত কলোসিয়ামে তার একক সংগীতানুষ্ঠান হয়। এটি খুবই আশ্চর্যজনক এক অর্জন। শুধু হংকংয়ে নয় তিনি কানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক শহরে 'G.E.M. Get Everybody Moving' নামে সফর করেছেন।

২০১২ ও ২০১৩ সালে তেং চি ছিয়ের তৃতীয় ও চতুর্থ অ্যালবাম প্রকাশিত হলে হংকংয়ে আরো জনপ্রিয় হয়ে যান তিনি। ২০১৩ সালে পুরস্কারপ্রাপ্তি এবং সবচেয়ে জনপ্রিয় গায়িকার পুরস্কার তা-ই প্রমাণ করে।

শ্রোতা, ২০১৪ সালে তেং চি ছি হুনান টিভির বিখ্যাত টেলিভিশন প্রোগ্রাম 'আমি একজন গায়ক'-এ অংশ নেন। অন্যান্য গায়কদের সঙ্গে প্রতিযোগিতা করে শেষে দ্বিতীয় পুরস্কার পান তিনি। এ প্রোগ্রামে সবচেয়ে তরুণ গায়ক হিসেবে তেং চি ছি'র পারফরম্যান্স বড়দের তুলনায় কোনো অংশেই কম ছিলো না। খুবই শক্তিশালী কণ্ঠ এবং আকর্ষণীয় লাইভ পারফরমেন্সের কারণে ভক্তরা তাকে পছন্দ করেন। বর্তমানে শুধু হংকং নয় সারা চীনে তিনি খুবই জনপ্রিয় একজন শিল্পী।

শ্রোতা, এখন আমরা তেং চি ছিয়ের গাওয়া 'ফেনা' নামের গানটি শুনবো। এ গানটি তিনি 'আমি একজন গায়ক' প্রোগ্রামেও গেয়েছেন। এ গানের জন্য অনেকেই তাকে চিনেছে এবং পছন্দ করে। তেং চি ছি নিজে এ গানের কথা লিখেছেন এবং সুর করেছেন।

এ গানে বলা হয়েছে, কোনো কোনো সময় প্রেম যেন ফেনার মত সুন্দর ও ক্ষণিক/দেখতে সুন্দর হলে কি হবে স্পর্শ করলেই তা ভেঙ্গে যায়...।

শ্রোতাবন্ধুরা, আমাদের পরের গানের নাম 'ঘূর্ণিঝড়'। এই গানটি চীনের তাইওয়ানের বিখ্যাত গায়ক চৌ চে লুনের গাওয়া গান। 'আমি একজন গায়ক' প্রোগ্রামে তেং চি ছি নিজের স্টাইলে নতুন করে এ গানটি গেয়েছেন। তার কণ্ঠে গানটি বেশ জনপ্রিয় হয়েছে। নাম ঘূর্ণিঝড় হলেও এ গানটি আসলে একটি নির্মল প্রেমের গান। প্রেম কি আসলে ঘূর্ণিঝড়ের মত? চলুন আমরা গানটি শুনি।

পরের গানের নাম 'আর দেখা হবে না'। একই নামের একটি সিনেমার 'থিম সং' এ গানটি। Skeeter Davis-এর বিখ্যাত গান 'The end of the world' থেকে নিয়ে এ গানের কথা নতুন করে লেখা হয়েছে। এটি আসলে বিদায়বেলার গান।

গানের কথা প্রায় এমন, যখন নৌকা ডুবে গেছে/যখন একজন রহস্যময়ভাবে হারিয়ে গেছে/তখন কেউ জানে না সে কেনো চলে গেছে/শেষ কথা তার বিদায়...।

বন্ধুরা, এবার আপনারা শুনবেন 'গোলাপ' নামের একটি গান। তাইওয়ানের বিখ্যাত গায়ক লিন চিয়ুন চের সঙ্গে এই গানটি যৌথভাবে গেয়েছেন তেং চি ছি।

এ গানে বলা হয়েছে, অন্তরঙ্গ বন্ধুর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক/দুঃখের সময় বন্ধুর সান্ত্বনা ও সহযোগীতা সব সময় মনে শক্তি ও আশা জোগায়/এখন এই উষ্ণ গান শুনি আমরা দুজন এক সাথে।

অনুষ্ঠানের শেষে তেং চি ছির নতুন অ্যালবামের 'নতুন হৃত্স্পন্দন' নামের থিম সংটি শুনবো আমরা। এটি খুব প্রাণবন্ত একটি গান। আশা করি আপনারা এই গানের মত জীবনের বাধাবিঘ্ন অতিক্রম করে আশায় পরিপূর্ণ নতুন জীবন শুরু করবেন। সুন্দর জীবন উপভোগ করবেন।

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করছি আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনারা পছন্দ করেন। আপনারা গানগুলো পছন্দ করলেই আমাদের পরিশ্রম সার্থক হবে।

সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ্য থাকুন। আবার কথা হবে। যাই চিয়ান। (তুহিনা/মান্না)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040