Web bengali.cri.cn   
জলবায়ু বিষয়ে প্রতিশ্রুতি পালনে উন্নত দেশগুলোকে তাগিদ দিলো চীন,ব্রাজিল, ভারত, দক্ষিণ আফ্রিকা
  2015-12-09 13:53:48  cri

ডিসেম্বর ৯: জলবায়ু বিষয়ে প্রতিশ্রুতি পালনে উন্নত দেশগুলোকে তাগিদ দিয়েছে চীন, ব্রাজিল, ভারত ও দক্ষিণ আফ্রিকা (বেসিক)। তারা উন্নত দেশগুলোকে ২০২০ সালের আগে প্রতি বছর উন্নয়নশীল দেশগুলোকে ১০০বিলিয়ন মার্কিন ডলারের প্রতিশ্রুতি পালন করার তাগিদ দেয়।

গতকাল (মঙ্গলবার) প্যারিস জলবায়ু পরিবর্তন সম্মেলনে এক সাংবাদিক সম্মেলনে এক বিবৃতিতে এ কথা বলে বেসিক।

বিবৃতিতে আরো বলা হয়েছে, বেসিক দেশগুলো প্রচেষ্টা চালিয়ে সম্মেলনে একটি সার্বিক ও ভারসাম্যপূর্ণ একটি চুক্তি স্বাক্ষর করতে ত্বরান্বিত করেছে।

পুঁজি হলো জলবায়ু পরিবর্তন বিষয়ক প্যারিস সম্মেলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ইস্যু। গত অক্টোবর মাসে অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি)-র প্রকাশিত সংশ্লিষ্ট একটি রিপোর্টে দেখা যায়, ২০১৩ থেকে ২০১৪ সালে পর্যন্ত উন্নয়নশীল দেশগুলো উন্নত দেশকে আলাদা ৫২ বিলিয়ন এবং ৬২ বিলিয়ন মার্কিন ডলার দিয়েছে।

বেসিক দেশগুলোর প্রতিনিধিরা আশা করেন, প্যারিস সম্মেলনে একটি ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, যাতে পুঁজি বিষয়ক ইস্যু আরো সুষ্ঠুভাবে মোকাবিলা করা যায়।

বেসিক দেশগুলো উন্নত দেশগুলোকে ২০২০ সালের আগে প্রতি বছর উন্নয়নশীল দেশগুলোকে ১০০বিলিয়ন মার্কিন ডলারের প্রতিশ্রুতি পালন করার তাগিদ দিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, চীন, ব্রাজিল, ভারত, দক্ষিণ আফ্রিকা একটি গঠনমূলক ও সহযোগিতামূলক উদ্দীপনা নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করেছে। বিভিন্ন পক্ষের প্রচেষ্টার মাধ্যমে কার্যকর ফলাফল অর্জিত হবে বলে আশা করেন ওই চার দেশের প্রতিনিধিরা। (জিনিয়া ওয়াং/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040