Web bengali.cri.cn   
৯ ডিসেম্বরের আগে ইরাক থেকে তুর্কি সেনা প্রত্যাহারের দাবি বাগদাদের
  2015-12-08 15:34:21  cri
ডিসেম্বর ৮: ৯ ডিসেম্বরের আগে ইরাক থেকে তুর্কি সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে বাগদাদ।

ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম আল-জাফারি গতকাল (সোমবার) সফররত জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমেইর'র সঙ্গে বৈঠক শেষ আয়োজিত এক যৌথ সাংবাদিক সম্মেলনে এ দাবি জানান।

জাফারি বলেন, ৯ ডিসেম্বর রাতের আগে তুরস্ককে সেনা সরিয়ে নিতে হবে। তা না হলে, যেকোনো সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থার কাছে ব্যাপারটি তুলে ধরার সম্ভাবনা রয়েছে।

তিনি আরো জানান, তার এ দাবি শুধুমাত্র বাগদাদের অনুমতি না নিয়ে ইরাকে প্রবেশ করা তুর্কি সাঁজোয়া বাহিনীর বিরুদ্ধে। কয়েক মাস আগে উত্তর ইরাকে এসে সেনাদের প্রশিক্ষণ দেওয়া তুর্কি সামরিক বিশেষজ্ঞ ও সেনাপতিদের বিরুদ্ধে নয়।

স্টেইনমেইর বলেন, একটি সার্বভৌম দেশ হিসেবে এমন দাবি করার অধিকার ইরাকের রয়েছে। তিনি আশা করেন, মধ্য এশিয়ার পরিস্থিতির অবনতি না হওয়ার জন্য দু'দেশ শিগগিরি এ সমস্যা নিয়ে যোগাযোগ করবে।

উল্লেখ্য, আইএসের হাত থেকে ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল উদ্ধারে সেনা মোতায়েন করে তুরস্ক। এ ঘটনায় ইরাকের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী গত শনিবার পৃথক পৃথক বিবৃতিতে বাগদাদের অনুমতি ছাড়া তুর্কি সেনা প্রবেশের নিন্দা জানান এবং অবিলম্বে সেনাদের সরিয়ে নেয়ার দাবি জানান। (তুহিনা/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040