Web bengali.cri.cn   
যুক্তরাষ্ট্রে মেধাবীদের শিক্ষাব্যবস্থা
  2015-12-07 15:44:37  cri

দীর্ঘসময়ের সংস্কারের পর যুক্তরাষ্ট্রে এমন একটি শিক্ষাব্যবস্থা স্থাপিত হয়েছে, তা হলো, সরকারি স্কুলকে কেন্দ্র করে বেসরকারি স্কুলসহ অধিকাংশ লোকজনকে প্রাথমিক শিক্ষাদান করা, এর সঙ্গে সঙ্গে বিশেষ মেধাবীদের জন্য মেধাবী শিক্ষাব্যবস্থা চালু করা।

তবে কেউ কেউ মনে করেন, যুক্তরাষ্ট্রের সমাজের প্রাণশক্তি আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। মেধাবী শিক্ষা সম্পদ আস্তে আস্তে নিজেদের নিয়ন্ত্রণে নিচ্ছে সমাজের উঁচু শ্রেণি। মধ্য ও নিম্ন শ্রেণির জন্য শিক্ষা সম্পদ যথেষ্ট নয়। এর ফলে অনেক শিক্ষার্থী মেধাবী হওয়া সত্ত্বেও আর্থিক সমস্যার কারণে আরো ভালো শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

রবার্ট কুক দক্ষিণ ক্যারোলিনা রাজ্যের কলম্বিয়া শহরের একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। কুককে একটি ভালো স্কুলে ভর্তি করানোর জন্য তার বাবা মা বিশেষ করে সেখানে সবচেয়ে ভালো কমিউনিটিতে একটি বাড়ি কেনেন, কারণ এ কমিউনিটিটিতে খুব ভালো স্কুল আছে।

সাড়ে ছয় বছর বয়সে কুক প্রাথমিক স্কুলে ভর্তি হয়। তার লেখাপড়া অনেক ভলো বলে শিক্ষকের সুপারিশে মেধাবীদের বিশেষ ক্লাসে ভর্তি করানো হয়। আসলে এ বিশেষ ক্লাস পরীক্ষামূলক। স্কুল ও রাজ্যের বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা যৌথভাবে শিক্ষার পরিকল্পনা প্রণয়ন করেন। যেমন- ক্লাসের একটি বিষয় হলো শিক্ষার্থীরা প্রতি বছর একটি বৈজ্ঞানিক গবেষণার ফলাফল নিয়ে স্কুলের বিজ্ঞান প্রতিযোগিতায় অংশ নেয়।

যুক্তরাষ্ট্রের অনেক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দেশটির মধ্য ও প্রাথমিক স্কুলের সহযোগিতামূলক বিষয় আছে, যাতে ছোটবেলা থেকেই বিজ্ঞান সম্পর্কে শিশুদেরকে আগ্রহী করে গড়ে তোলা যায়।

আসলে পুরো যুক্তরাষ্ট্রে শিক্ষার মানদণ্ড একই রকম নয়। সেখানে নেই একই রকমের সরকারি পরীক্ষাও। মধ্য ও প্রাথমিক স্কুলের শিক্ষাব্যবস্থায় বিভিন্ন রাজ্য নিজ নিজ রাজ্যের অবস্থা অনুযায়ী শিক্ষার মানদণ্ড প্রণয়ন করে। এক একটি রাজ্যের নিজস্ব পরীক্ষাব্যবস্থা থাকে। রাজ্যের বিভিন্ন শহর ও জেলা স্থানীয় শিক্ষার্থীর বৈশিষ্ট্য অনুযায়ী লেখাপড়ার পরিকল্পনা প্রণয়ন করতে, বই বাছাই করতে এবং লেখাপড়ার বিষয় বাছাই করতে পারে। অধিকাংশ স্কুল ছাত্রছাত্রীদের বাবা মায়ের অনুরোধ অনুযায়ী শিক্ষার পরিকল্পনাও পরিবর্তন করতে পারে।

যুক্তরাষ্ট্রের প্রাথমিক স্কুল পর্যায়ে অধিকাংশ এলাকার নিয়ম এমন: থাকার ঠিকানা অনুযায়ী সবচেয়ে কাছাকাছি স্কুলে ভর্তি হতে হয়। তাই অনেক বাবা মা নিজের ছেলেমেয়েকে ভালো স্কুলে ভর্তি করানোর জন্য স্কুলের কাছাকাছি বাড়ি কেনেন। অবশ্য এর কারণে সেই এলাকার বাড়িঘরের দামও অনেক বেশি।

যুক্তরাষ্ট্রে মেধাবীদের শিক্ষা ও সাধারণ শিক্ষার সত্যিকার পার্থক্য দেখা যায় মাধ্যমিক স্কুল পর্যায়ে। যেমন নিউইয়র্ক।

দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের আরো বেশি এবং আরো ভালো শিক্ষার সুযোগ দেয়ার জন্য নিউইয়র্কে আটটি বিশেষ মাধ্যমিক স্কুল আছে। এসব স্কুলও সরকারি স্কুল, এখানে শিক্ষার্থীরা বিনা খরচে লেখাপড়া করতে পারে। এসব স্কুলকে লোকেরা 'স্টার স্কুল' হিসেবে ডাকে। যেমন- এর মধ্যে ব্রঙ্কস বিজ্ঞান মাধ্যমিক স্কুলের স্নাতক শিক্ষার্থীর মধ্যে ৭জন নোবেল পুরস্কার বিজয়ী এবং ৬ জন পুলিত্জার পুরস্কার বিজয়ী আছেন।

এ আটটি স্কুলে ভর্তির মানদণ্ড ‌একটিই। আর তা হলো বিশেষ স্কুলের ভর্তি পরীক্ষা 'দ্য স্পেশালাইজড হাই স্কুলস অ্যাডমিশনস টেস্ট' বা এসএইচএসএটি পরীক্ষা।

পরীক্ষায় গণিত ও ইংরেজি এ দুটি বিষয় থাকে। প্রতি বছর ২৬ হাজার থেকে ২৯ হাজার শিক্ষার্থী স্কুলের ৬ হাজারটি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে।

এ ছাড়া নিউইয়র্কে আরো ৩৮টি সরকারি মাধ্যমিক স্কুল আছে, যারা স্কুলের এলাকায় না থাকলেও এ স্কুলে ভর্তি হতে পারে, যদি তাদের লেখাপড়ার পরীক্ষা যথেষ্ট ভালো থাকে।

ফ্লোরিডা রাজ্যের 'পাইন ভিউ স্কুল ফর দ্য গিফটেড' একটি সরকারি স্কুল। প্রাথমিক স্কুলের দ্বিতীয় শ্রেণী থেকে মাধ্যমিক স্কুল পর্যন্ত শিক্ষার্থী গ্রহণ করে স্কুলটি। প্রতি শ্রেণিতে শিক্ষার্থীর সংখ্যা দাড়ায় ১৫০ জন। স্কুলে ভর্তির আবেদনের একটি মৌলিক মানদণ্ড হলো আইকিউ ১৩০-এর চেয়েও বেশি হতে হবে।

শ্রোতারা, আপনাদের একটি তথ্য জানিয়ে দিচ্ছি, বিশ্বের ৬০ শতাংশ লোকের আইকিউ ১০০ থেকে ১১০-এর মধ্যে। যদি আপনার আইকিউ ১৩০-এর চেয়েও বেশি থাকে, তাহলে আপনাকে একটি প্রতিভাবান ব্যক্তি বলা যায়। বিশ্বে শুধুই ৭ শতাংশ লোকের আইকিউ ১৩০-এর ওপরে।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে কিছু বিশেষ মাধ্যমিক স্কুলও আছে। অনেক মার্কিন নাগরিক মনে করেন, সাধারণ শিক্ষাব্যবস্থা কিছু বিশেষ এবং মেধাবী শিক্ষার্থীর চাহিদা মেটাতে পারে না। তাই অনেক স্কুল বিশেষ করে শিক্ষককে পেশাদার প্রশিক্ষণ দেয়। তারা শিক্ষা সম্পর্কিত গবেষণার সর্বশেষ ফলাফল শিখে ফেলেন এবং দৈনন্দিন শিক্ষাদানে প্রয়োগ করেন। যেমন- যুক্তরাষ্ট্রের ম্যাগনেট হাই স্কুল এবং চার্টার হাই স্কুল-এর মত বিশেষ স্কুল হলো এমন পরীক্ষা ও গবেষণার ফলাফল।

যাদের বিশেষ কিছু বিশিষ্টতা বা সামর্থ্য আছে, তাদেরকে ভর্তি করে ম্যাগনেট হাই স্কুল। যেমন- একাডেমিক গবেষণা, ক্রীড়া, শিল্পকলা, সঙ্গীত, নৃত্য ইত্যাদি ক্ষেত্রে যদি আপনার বিশেষ বিশিষ্টতা থাকে, তাহলে আপনি এ স্কুলে ভর্তির জন্য আবেদন করতে পারেন।

বিশেষ স্কুলের জন্ম গত শতাব্দীর ৯০ দশকে। শিক্ষা সম্বন্ধে যে বেসরকারি সংস্থার বিশেষ ধারণা আছে, সরকার সরকারি স্কুলকে তাদের হাতে দেয়। সংস্থাটি স্কুল পরিচালনা করে আর সরকার সংস্থার সঙ্গে তিন বা পাঁচ বছরের চুক্তি স্বাক্ষর করে। মেয়াদ সম্পন্ন হলে দু'পক্ষ আর চুক্তি স্বাক্ষর করবে কি না, তা নিয়ে আলোচনা করে দু'পক্ষ।

বিশেষ স্কুল সাধারণ স্কুলের মতই বিনা খরচের। বিভিন্ন রাজ্যে বিশেষ স্কুলের ভর্তিগ্রহণ, অর্থের পরিচালনার ভিন্ন নিয়ম আছে। অধিকাংশ বিশেষ স্কুলের অর্থের উত্স হল আঞ্চলিক সরকারের বরাদ্দ। আর কিছু কিছু এলাকায় সরকার ও ব্যক্তিগত সংস্থা সহযোগিতা করে। আবার স্কুলটি নিজেও অর্থ সংগ্রহ করতে পারে। এ ছাড়া স্কুলটি শিক্ষার্থীদের চাকরি জীবনের পরিকল্পনা প্রণয়নেও সাহায্য করে থাকে।

(ফেইফেই/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040