1206jiankang
|
বাংলাদেশের বিশিষ্ট বুদ্ধিজীবী, লেখক অধ্যাপক কবীর চৌধুরীর ছোট সন্তান নাঈমা দেশের প্রত্যন্ত অঞ্চলের মেয়েদের চিকিত্সাসেবা দেওয়ার জন্য গত প্রায় ত্রিশ বছর ধরে ছুটে চলেছেন বাংলাদেশের গ্রামে-গঞ্জে। দেশের একাধিক উপজেলায় নিজ প্রচেষ্টায় গড়ে তুলেছেন 'মাতৃসদন স্বাস্থ্যসেবা ক্লিনিক'।
বর্তমানে তিনি বাংলাদেশের পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলায় অবস্থান করে নিজের গড়ে তোলা প্রতিষ্ঠান 'মাতৃসদন স্বাস্থ্যসেবা ক্লিনিক'-এর মাধ্যমে সেবা করে যাচ্ছেন প্রসূতি মায়েদের।
সম্প্রতি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগ থেকে প্রচারিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান 'স্বাস্থ্য ও জীবন'-এর সাথে বাংলাদেশের প্রসূতি চিকিত্সার বর্তমান অবস্থা ও করণীয়, প্রসূতি সমস্যার নানা দিক ও তার সমাধান নিয়ে কথা বলেছেন তিনি। তার সাক্ষাত্কার নিয়েছেন বাংলা বিভাগের অনুবাদক ও উপস্থাপক ওয়াং হাইমান (উর্মি) ও বিদেশী বিশেষজ্ঞ আইরীন নিয়াজী মান্না। প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন তাহলে শুনুন ডা. নাঈমা কবীরের সাক্ষাত্কার।