Web bengali.cri.cn   
আমার দিন কাটে না
  2015-12-05 18:57:06  cri
'সুরের ধারায়'

আকাশ/মান্না

মান্না : প্রিয় শ্রোতাবন্ধুরা, পেইচিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সঙ্গীতানুষ্ঠান 'সুরের ধারায়'। আর এ আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আমি আইরীন নিয়াজী আকাশ এবং আমি শিয়েনেন আকাশ ।

আকাশ : বন্ধুরা, ভালো আছেন তো? গত সপ্তাহের 'সুরের ধারায়' অনুষ্ঠানের গানগুলো কেমন লেগেছে আপনাদের? আশা করছি ভালো।

বন্ধুরা, আজ আমরা অনুষ্ঠানের শুরুতেই ভারতিয় উপমহাদেশের বিখ্যাত কণ্ঠশিল্পী আশা ভোঁসলের একটি গান শুনবো। আর এ গানটির নাম 'আমার দিন কাটে না' ।

গান : 'আমার দিন কাটে না'.................।

মান্না : বন্ধুরা, বেইজিংয়ে ব্যাপক শীত। বাংলাদেশে তো মাত্র শীত পড়তে শুরু করছে মনে হয়। এ সময়টা খুবই প্রিয় আমার। শেষ বিকেলে টিএসসিতে দাড়িয়ে শীতের পীঠা খাওয়া খুবই মিস করছি আমি...।

হ্যাঁ বন্ধুরা, এখন আমরা কণ্ঠশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের একটি গান শুনবো। আর এ গানটির নাম 'চন্দন পালঙ্কে শুয়ে' ।

গান : 'চন্দন পালঙ্কে শুয়ে'...............।

আকাশ : বন্ধুরা, এবার আমরা কণ্ঠশিল্পী চিত্রা সিংয়ের একটি গান শুনবো। আর এ গানটির নাম 'কথা ছিলো দেখা হবে' ।

গান : 'কথা ছিলো দেখা হবে'..............।

মান্না : প্রিয় শ্রোতা, কেমন লাগছে আজকের 'সুরের ধারায়' অনুষ্ঠানের গানগুলো? জানি আপনারা পছন্দ করবেন এ সব গান। আসলে আপনাদের ভাল লাগার জন্যই আমাদের এ আয়োজন। এবার আমরা এ সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষালের কণ্ঠে একটি গান শুনবো। আর এ গানটির প্রথম কলি 'ও তোতা পাখি গো'। হারিয়ে যাওয়া মাকে নিয়ে এ গানটির প্রকৃত শিল্পী শ্রদ্ধেয় লতা মঙ্গেশকর। পরবর্তিতে অনেক শিল্পীই এ গানটি গেয়েছেন। তাহলে শ্রেয়া ঘোষালের কণ্ঠে এখন আমরা গানটি শুনি।

গান : 'ও তোতা পাখি গো'.................।

আকাশ : বন্ধুরা, এবার আমরা বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মিতালী মুখার্জির একটি গান শুনবো। আর এ গানটির নাম 'হারানো দিনের মত হারিয়ে' ।

গান : 'হারানো দিনের মত হারিয়ে'....................।

মান্না : বন্ধুরা, বিরহের ব্যথা না থাকলে নাকি মিলনের সুখ বোঝা যায় না। বিরহ থাকলেই প্রেমের প্রকৃত স্বাদ আরহণ করা যায়। এবার আমরা অনুরাধা পাদোয়ালের এ ধরনের একটি গান শুনবো। আর এ গানটির নাম 'তোমারই বিরহে'।

গান: তোমারই বিরহে..............।

আকাশা : বন্ধুরা, এখন সাধনা সারগামের একটি গান শুনলে কেমন হয়? এখন আমরা সাধনা সারগামের গাওয়া 'সাত ভাই চম্পা' গানটি শুনবো।

গান: 'সাত ভাই চম্পা...............।

মান্না : বন্ধুরা, এবার তাহলে আমরা কিংবদন্তী শিল্পী লতা মঙ্গেশকরের একটি গান শুনবো। আর এ গানটি শোনার মধ্য দিয়েই শেষ করবো আমাদের আজকের 'সুরের ধারা' অনুষ্ঠানটি। তো বন্ধুরা, তাহলে চলুন শোনা যাক লতা মঙ্গেশকরের কণ্ঠে 'প্রেম একবার এসেছিল নিরবে' গানটি ।

গান : 'প্রেম একবার এসেছিল'......................।

আকাশ : সুপ্রিয় বন্ধুরা, গান শুনতে শুনতে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আমরা। এবার বিদায়ের পালা। আর হ্যাঁ, এ অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চাইলে আমাদের জানাতে পারেন। আমরা আপনাদের কথা রাখার যথাসাধ্য চেষ্টা করবো।

মান্না : প্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের কোনো মতামত বা পরামর্শ থাকলে সেটাও আমাদের জানাতে পারেন। আমাদের ইমেল ঠিকানা...............। আমাদের ফোন নম্বর হলো ০০৮৬১০৬৮৮৯২৪২০।

আকাশ : বন্ধুরা, এবার তাহলে বিদায়। আগামীতে আবারও আপনাদের সঙ্গে কথা হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। শুভ বিদায়। চাই চিয়েন। (আকাশ/মান্না)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040