Web bengali.cri.cn   
বিশ্বের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক খবরাখবর
  2015-12-01 19:08:54  cri
গত সপ্তাহে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক খবরাখবর। প্রথমে চলুন ব্রিটেনের খবর শোনা যাক।

বন্ধুরা আপনাদের নিশ্চয়ই বেশ কয়েকজন প্রিয় টিভি তারকা রয়েছে, তাই না? বিশ্বের বিভিন্ন দেশে টিভি নাটকগুলোর প্রচারের ব্যবস্থাও বিভিন্ন রকমের। যেমন চীনে, টিভি নাটক সব কিছু শুটিং ও এডিটিং শেষ হলে তা প্রচারিত হয়। তারপর প্রতিদিন টেলিভিশনে তা দেখতে পান দর্শকরা। কিন্তু যুক্তরাষ্ট্রে নিয়মিতভাবে প্রতি সপ্তাহে একটি পর্ব (episode) প্রকাশিত হয়।

যদি এসব টিভি সিরিজের প্রথম কয়েকটি পর্ব দ্রুত জনপ্রিয় হয়, তাহলে এর অভিনেতা-অভিনেত্রীরা দ্রুত বিখ্যাত হয়ে ওঠেন। এতে তাদের অনেক কাজের সুযোগ হয়। এতে তারা ব্যস্ত হয়ে ওঠেন। পরবর্তীতে সে টিভি সিরিজগুলোও বেশ ধীর গতিতে প্রকাশিত হয়। যেমন বিখ্যাত গোয়েন্দা চরিত্র শার্লক হোমসকে নিয়ে তৈরি ব্রিটিশ টিভি সিরিজ শার্লক হোমস (Sherlock Holms)। এ টিভি সিরিজটির শুধু ৩ সিজনে (season) ৯টি পর্ব প্রকাশিত হয়েছে। প্রতি বছর মাত্র ৩টি পর্ব প্রকাশিত হয়। কারণ প্রথম পর্ব প্রকাশের পর তা বিশ্বব্যাপী দারুণ জনপ্রিয় হয়ে ওঠে। তারপর এ টিভি নাটকের দুই অভিনেতা চলচ্চিত্র, নাটক, বিজ্ঞাপনসহ বিভিন্ন কাজে জড়িয়ে পড়েন। ভক্তরা দিনের পর দিন, মাসের পর মাস অপেক্ষা করেন পরবর্তী পর্ব দেখার জন্য। এ টিভি নাটক এত জনপ্রিয় যে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ব্রিটেন সফরে দেশটির প্রধানমন্ত্রীকেও এ টিভি সিরিজটির কথা উল্লেখ করেছেন। এই সিরিজটির প্রতি চীনা ভক্তদের আগ্রহের কথাও জানান তিনি। আর বিশ্বব্যাপী দর্শকদের জন্য ভালো খবর হলো, এই ক্রিসমানে বন্ধুদের জন্য নতুন পর্ব আসছে।

বন্ধুরা ব্রিটেন ছেড়ে এবার আসুন চীনের পথে। চীনের তাইওয়ানের বাহান্নতম গোল্ডেন হর্স অ্যাওয়ার্ড (Golden Horse Award) সম্প্রতি থাই ফেই শহরে অনুষ্ঠিত হয়েছে। পরিচালক হৌ সিয়াও সিয়েন'র খং ফু চলচ্চিত্র 'ছি খে নিয়েই ইং নিয়াং刺客聂隐娘' সেরা চলচ্চিত্র, সেরা পরিচালকসহ পাঁচটি পুরস্কার পেয়েছে। তা ছাড়া চীনের তিব্বতের পরিচালক ওয়ান মা ছাই তান এর তিব্বতি ভাষার চলচ্চিত্র 'থা লুও' Best Adapted Screenplay পেয়েছে। এই প্রথমবারের মতো তিব্বতের কোনো চলচ্চিত্র এ অ্যাওয়ার্ডটি পেল। জানা গেছে 'থা লুও' ছবিটিও ৭২তম ভেনিস চলচ্চিত্র দিবস, ২০তম বুশান আন্তর্জাতিক চলচ্চিত্র দিবস এবং ৩৪তম (চৌত্রিশ) ভ্যানকুভার আন্তর্জাতিক দিবসে অংশ নেবে।

সম্প্রতি চীনে অনেকেই তাইওয়ান অঞ্চলের ছবি পছন্দ করছেন। ক্যাম্পাস বা শিক্ষাজ্ঞন ক্যাটাগরিতে একটি ছবি 'উও দ্যা সাও ন্যু সি তাই' প্রকাশের প্রথম সপ্তাহের মধ্যে ১১কোটি ইউয়ান আয় করে তা রেকর্ড সৃষ্টি করেছে। যা হলিউডের অনেক ছবির রেকর্ডকে ছড়িয়ে গেছে। সম্প্রতি সাপ্তাহিক বক্স অফিসে রেকর্ড করেছে ব্রিটেনের জেমস বন্ড সিরিজের নতুন রিলিজ হওয়া চলচ্চিত্র '007 Spectre',। এটি ১৮ কোটি ইউয়ান আয় করেছে। ২৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের 'The Martian' ছবিটি বাজারে ছাড়া হয়। অনেক ভক্ত এ চলচ্চিত্রটি দেখার প্রত্যাশা করছেন। চলতি বছরে চীনে মোট ৩৩টি বিদেশি চলচ্চিত্র প্রকাশিত হয়েছে। এর মধ্যে রয়েছে 'Fast & Furious 7' এবং 'Jurassic World'। বিদেশি চলচ্চিত্রগুলো চীনের বাজারে মোট ১৩কোটি ইউয়ান আয় করেছে। যা চীনের বক্স অফিসের আয়ের এক তৃতীয়াংশ।   

গত ২৬ নভেম্বর দ্বি-বার্ষিক ১৩তম হংকং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ১৬৫টি নির্বাচিত কর্মের মধ্যে ৪টি চলচ্চিত্র সেরা সাংস্কৃতিক কর্মের পুরস্কার লাভ করেছে।

 

প্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো? আপনারা যদি 'সাহিত্য ও সংস্কৃতি' বিষয়ক কোনো কিছু জানতে বা আলোচনা করতে চান, তাহলে আমাকে চিঠি লিখবেন বা ই-মেইল করবেন। আপনাদের কাছ থেকে চমৎকার পরামর্শ আশা করছি। আর আপনাদেরকে জানিয়ে রাখি, আমার ইমেইল ঠিকানা হলো, hawaiicoffee@163.com।

চিঠিতে প্রথমে লিখবেন, 'সাহিত্য ও সংস্কৃতি' অনুষ্ঠানের 'প্রস্তাব বা মতামত'। আপনাদের চিঠির অপেক্ষায় রইলাম।

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। অনুষ্ঠান শোনার জন্য অনেক ধন্যবাদ। আগামী সপ্তাহে একই দিন, একই সময় আপনাদের সঙ্গে আবারো কথা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়ান (জিনিয়া/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040