Web bengali.cri.cn   
চীনের কুইলিনে এইডস সচেতনতায় সমন্বিত ইয়োগা চর্চা
  2015-11-30 13:23:19  cri

নভেম্বর ৩০: এইডস প্রতিরোধ ও সচেতনতায় হাজার শিক্ষার্থী সমবেতভাবে ইয়োগা চর্চা করলেন। রোববার চীনের কুয়াংসি চুয়াং জাতি স্বায়ত্তশাসিত অঞ্চলের কুইলিন মেডিকেল কলেজের লিনকুই ক্যাম্পাসের শিক্ষার্থীরা এ অভিনব উদ্যোগ গ্রহণ করেন। আগামী ১ ডিসেম্বর পালিত হবে ২৮তম বিশ্ব এইডস দিবস। চলতি বছর এ দিবসের প্রতিপাদ্য, 'ইতিবাচক ভাবুন, এইচআইভি সচেতন হোন'। অভিনব এ কর্মসূচির মাধ্যমে জনসাধারণের এইডস সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি ও এইচআইভি ভাইরাস প্রতিরোধে এ উদ্যোগ নিয়েছে চীনের শিক্ষার্থীরা। দৃষ্টিনন্দন ইয়োগা চর্চার এ ছবিগুলো তুলেছেন সিনহুয়া বার্তা সংস্থার লিউ চিউ ছিং।

1 2 3
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040