Web bengali.cri.cn   
ইয়াওকান-২৯ রিমোট সেন্সিং উপগ্রহ মহাশূন্যে পাঠালো চীন
  2015-11-27 15:56:39  cri

নভেম্বর ২৭: আজ (শুক্রবার) সকাল ৫টা ২৪ মিনিটে শানসি প্রদেশের থাইইউয়ান উপগ্রহ উত্ক্ষেপণ কেন্দ্র থেকে ইয়াওকান-২৯ রিমোট সেন্সিং উপগ্রহ মহাশূন্যে পাঠায় চীন। উপগ্রহটি উত্ক্ষেপণের জন্য 'লং মার্চ-৪সি' রকেট ব্যবহার করা হয়। উপগ্রহটি মহাশূন্যে বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা চালাবে, ভূমি জরিপের কাজ করবে, ফসল উত্পাদন সম্পর্কে পূর্বাভাস দেবে, এবং দুর্যোগ প্রশমনে সাহায্য করবে।

উল্লেখ্য, চীন ২০০৬ সালে ইয়াওকান-১ রিমোট সেন্সিং উপগ্রহ মহাশূন্যে পাঠায়। (শিশির/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040