Web bengali.cri.cn   
ডিসেম্বরে অনুষ্ঠেয় চীন-আফ্রিকা শীর্ষ সম্মেলন খুবই তাত্পর্যপূর্ণ: পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই
  2015-11-26 16:56:52  cri
নভেম্বর ২৬: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, আগামী ৪ ও ৫ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠেয় চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের শীর্ষ সম্মেলন উভয় পক্ষের সম্পর্ক উন্নয়নে তাত্পর্যপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আজ (বৃহস্পতিবার) পেইচিংয়ে অনুষ্ঠিত পঞ্চদশ নীল হল ফোরামে এ মন্তব্য করেন।

তিনি জানান, শীর্ষ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা যৌথভাবে সভাপতিত্ব করবেন। আফ্রিকার বিভিন্ন দেশের শীর্ষ নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা এবং আফ্রিকা ইউনিয়ন কমিশনের চেয়ারম্যানও সম্মেলনে উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, চলতি বছর পালিত হচ্ছে চীন-আফ্রিকা সহযোগিতা ফোরাম প্রতিষ্ঠার পঞ্চদশ বার্ষিকী। শীর্ষ সম্মেলনটিও এবারই প্রথম আফ্রিকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। (শুয়েই/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040