Web bengali.cri.cn   
'আমেরিকান ও ইউরোপীয়' সঙ্গীতানুষ্ঠান
  2015-12-11 18:33:41  cri

শ্রোতাবন্ধুরা, আজকের 'আমেরিকান ও ইউরোপীয়' সঙ্গীতানুষ্ঠানের শুরুতেই আপনাদের শোনাবো মার্কিন গায়িকা 'Meghan Trainor'-এর একটি গান 'never ever' ।--3'43

গানটি কেমন লেগেছে আপনাদের? আশা করছি ভালো। আচ্ছা, বন্ধুরা, এখন শুনবেন মার্কিন বিখ্যাত গায়িকা 'Katy Perry'-এর একটি গান। নাম 'Walking On Air'। –3'42

প্রিয় শ্রোতা, এবার আপনাদের জন্য রয়েছে 'Hello' নামের গানটি। গেয়েছেন ব্রিটিশ গায়িকা Adele। তাহলে এখন আমরা গানটি একসাথে শুনি, কেমন? –4'55

গানটি কেমন লেগেছে আপনাদের? আশা করি ভালো। তাহলে এখন আমরা Bruno Mars–এর একটি গান শুনবো, কেমন? গানের শিরোনাম 'Just the way you are'।–3'39

প্রিয় শ্রোতা, বরাবরের মতো আজও আপনাদের জানাতে চাই, আপনাদের বিশ্বসঙ্গীতের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই আমাদের এ আয়োজন, আমাদের এ প্রচেষ্টা। এ অনুষ্ঠান আপনাদের ভালো লাগলেই আমাদের সফলতা। এ আয়োজনে সবসময় আমাদের সঙ্গে থাকবেন এই আমাদের প্রত্যাশা।

বন্ধুরা, এবার আমরা ব্রিটিশ গায়িকা 'John Legend'-এর একটি গান শুনবো। আর এ গানটির শিরোনাম 'All Of Me'—4'29

কেমন লাগলো গানটি? এবার আমরা মার্কিন গায়ক 'Sting'–এর একটি গান শুনবো। এ গানের শিরোনাম 'Driven to Tears'।–6'29 শুনুন তাহলে গানটি।

শ্রোতা, গান শুনতে শুনতে অনুষ্ঠানের একেবারে শেষপ্রান্তে চলে এসেছি আমরা। এবার বিদায়ের পালা। তবে বিদায় নেবার আগে আজকের অনুষ্ঠানের শেষ গানটি আপনাদের শোনাতে চাই। মার্কিন গায়িকা Lady Gaga -এর গান এটি। আর এ গানটির নাম 'bad romance'। আশা করছি গানটি আপনাদের খুবই ভালো লাগবে।–4'55

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040