Web bengali.cri.cn   
'আমেরিকান ও ইউরোপীয়' সঙ্গীতানুষ্ঠান
  2015-11-27 14:41:02  cri


আজকের 'আমেরিকান ও ইউরোপীয়' সঙ্গীতানুষ্ঠানের শুরুতেই আমি আপনাদের অস্ট্রেলিয়ার গায়িকা Iggy Azalea–এর একটি গান শোনাবো। গানের নাম "Beg For It"। --2'58

আচ্ছা, প্রিয় শ্রোতা, এখন শুনবেন ব্রিটিশ সঙ্গীতদল One Direction-এর গান "Up All Night"।–3'48

গানটি কেমন লেগেছে আপনাদের? আশা করি ভালো লেগেছে।

প্রিয় শ্রোতা, এবার আপনাদের জন্য রয়েছে hold back the river গানটি। গেয়েছেন ব্রিটিশ গায়ক James Bay।–4'01

প্রিয় শ্রোতা, আমাদের এই সঙ্গীতানুষ্ঠানে আমরা এমন কিছু গান আপনাদের শোনাতে চাই, যার মধ্য দিয়ে আপনারা যেন বিশ্ব সঙ্গীতের সাথে পরিচিত হয়ে উঠতে পারেন। আর সেজন্যই আমাদের এই প্রচেষ্টা।

আচ্ছা প্রিয় শ্রোতা, এবার আমরা ব্রিটিশ গায়িকা jess glynne–এর একটি গান শুনবো। গানের শিরোনাম 'hold my hand'—3' 49 আমরাও এক সাথে hold my hand কেমন?

বন্ধুরা, কেমন লাগল গানটি? আশা করি নিশ্চয়ই ভালো, তাইনা? এবারে আমরা কানাডার গায়িকা Justin Bieber–এর 'purpose' নামের গানটি শুনবো, কেমন?।–3'30

বন্ধুরা, এখন আপনারা শুনবেন মার্কিন গায়িকা Katy Perry -এর গান--every day is a holiday–2'00

বন্ধুরা, এখন আপনারা শুনবেন the weekend –এর Earned It নামের গানটি।–4'12

প্রিয় শ্রোতা, এখন আমি আপনাদের the weekend –এর আরো একটি গান শোনাবো। আর এ গানটির নাম হলো the hills ।--4'02

আচ্ছা বন্ধুরা, গান শুনতে শুনতে অনুষ্ঠানের একেবারে শেষপ্রান্তে চলে এসেছি আমরা। তবে বিদায় নেবার আগে আজকের শেষ গান হিসেবে আমি আপনাদের মার্কিন গায়িকা Gwen Stefani - এর 'used to love you' গানটি শোনাবো। আশা করি গানটি আপনাদের খুবই ভালো লাগবে।–3'47

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040