Web bengali.cri.cn   
চীন ও মধ্যপূর্ব ইউরোপের ৫ম আর্থ-বাণিজ্যিক ফোরামে লি খ্য ছিয়াং
  2015-11-25 19:07:16  cri

নভেম্বর ২৫: চীন ও মধ্যপূর্ব ইউরোপীয় ১৬টি দেশের নেতাদের ৫ম আর্থ-বাণিজ্যিক ফোরাম শুরু হয়েছে। মঙ্গলবার চীনের সুচৌ তাই হু আন্তর্জাতিক অধিবেশন কেন্দ্রে এর উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং।

ভাষণে লি খ্য ছিয়াং বলেন, চীন ও মধ্যপূর্ব ইউরোপীয় দেশগুলোর মধ্যে রাজনৈতিক আস্থা ও উজ্জ্বল বাণিজ্যিক ভবিষ্যত রয়েছে। এসব দেশের সঙ্গে চীনের ভবিষ্যত সহযোগিতার সম্ভাবনাও অনেক বেশি বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী লি। বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হলেও চীন ও ইউরোপীয় দেশের মধ্যে সম্পর্ক উন্নত হওয়ার সুযোগ রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

পারস্পরিক সম্মানের ভিত্তিতে চীন ও মধ্যপূর্ব ইউরোপীয় দেশগুলোর সম্পর্ক আরো উন্নত হবে এবং তা স্থিতিশীলভাবে সামনে এগিয়ে যাবে বলে আশা করেন লি খ্য ছিয়াং।

(প্রকাশ/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040