Web bengali.cri.cn   
চিয়াং সু'তে হাঙ্গেরি ও লিথুয়ানিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা প্রধানমন্ত্রীর সাক্ষাত
  2015-11-25 18:49:13  cri
নভেম্বর ২৫: চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং আজ (বুধবার) দেশটির চিয়াং সু প্রদেশের সু চৌ শহরে পৃথক পৃথকভাবে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান ও লিথুয়ানিয়ার প্রধানমন্ত্রী আলগ্রিদাস বুটকেভিসিয়াসের সঙ্গে সাক্ষাত করেন।

ওরবান এবং বুটকেভিসিয়াস চীন এবং মধ্য ও পূর্ব ইউরোপের নেতাদের চতুর্থ সম্মেলনে অংশ নিতে এখানে আসেন।

ওরবানের সঙ্গে সাক্ষাত্কালে লি খ্য ছিয়াং বলেন, চীন ও হাঙ্গেরির মৈত্রী সুদীর্ঘকালের। অবকাঠামো নির্মাণ, অর্থ, কৃষি ও পর্যটন সহযোগিতা অনেক ফলপ্রসূ। চীন হাঙ্গেরির সঙ্গে রাজনৈতিক আস্থা সম্প্রসারণ করতে, আর্থ-বাণিজ্যিক সহযোগিতা জোরদার করতে এবং দু'দেশের সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে ইচ্ছুক।

ওরবান বলেন, চীন হাঙ্গেরির ভালো বন্ধু। চীন হাঙ্গেরির আর্থিক ও সামাজিক উন্নয়নে যে সাহায্য দিয়েছে, হাঙ্গেরি এর ধন্যবাদ জানায়।

বুটকেভিসিয়াসের সঙ্গে সাক্ষাত্কালে লি খ্য ছিয়াং বলেন, আগামী বছর হলো চীন ও লিথুয়ানিয়ার কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ২৫ বছর বার্ষিকী। এ সুযোগে চীন আশা করে দু'দেশের বিনিময় ও সহযোগিতা জোরদার হবে।(শুয়েই/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040