Web bengali.cri.cn   
বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের মূল শিকার শিশুরা: ইউনিসেফ
  2015-11-25 17:49:51  cri
নভেম্বর ২৫: বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের মূল শিকার শিশুরা। বিশেষ করে বিশ্বের দরিদ্র অঞ্চলগুলোর শিশুরা এতে সবচে' বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। গতকাল (মঙ্গলবার) জেনিভায় ইউনিসেফ-এর এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

রিপোর্ট অনুসারে, বর্তমান বিশ্বে যে ৫৩ কোটি শিশুকে বন্যাকবলিত এলাকায় বাস করতে হচ্ছে, তাদের ৩০ কোটি-ই দরিদ্র দেশের বাসিন্দা। এ ছাড়া, খরা এলাকায় থাকা ১৬ কোটি শিশুর মধ্যে ৫ কোটি শিশুর দেশও দরিদ্র এবং আরও ১১ কোটি ৫০ লাখ শিশু বাস করতে বাধ্য হচ্ছে টাইফুন ও ঘূর্ণঝড়প্রবণ অঞ্চলগুলোতে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, জলবায়ু পরিবর্তন মানে আরও বেশি খরা, বন্যা ও প্রতিকূল আবহাওয়া। এমন পরিস্থিতিতে ম্যালেরিয়া ও ডায়ারিয়াসহ বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ে। এসব রোগ শিশুদের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে থাকে। (শুয়েই/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040