Web bengali.cri.cn   
ফিলিস্তিন ও ইসরাইলকে সহিংসতা বন্ধের তাগিদ দেওয়া উচিত: জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি
  2015-11-25 17:49:05  cri
নভেম্বর ২৫: জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি লিউ চিয়ে ই বলেছেন, আন্তর্জাতিক সমাজের উচিত ফিলিস্তিন ও ইসরাইলকে সব ধরনের সহিংসতা বন্ধের তাগিদ দেওয়া। তিনি গতকাল (মঙ্গলবার) জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিন সমস্যা ও মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সম্মেলনে এ কথা বলেন।

লিউ চিয়ে ই বলেন, বর্তমানে ফিলিস্তিন-ইসরাইল শান্তি প্রক্রিয়া অচল হয়ে আছে। এ অবস্থায় আন্তর্জাতিক সমাজের উচিত দু'পক্ষের মধ্যে পারস্পরিক আস্থা বাড়াতে এবং শান্তি প্রক্রিয়া পুনরায় শুরুর জন্য প্রচেষ্টা চালানো।

ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে সহিংসতার মাত্রা দিন দিন বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, এর ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিরও অবনতি ঘটছে। এ অবস্থায় দু'পক্ষকেই সংযমের পরিচয় দিতে হবে। অধিক শক্তিশালী হওয়ায় ইসরাইলেরই এ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করা উচিত বলেও তিনি মন্তব্য করেন।

চীনের প্রতিনিধি আরও বলেন, তার দেশ ফিলিস্তিন-ইসরাইল শান্তি আলোচনার দৃঢ় সমর্থক। মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য চীন আন্তর্জাতিক সমাজের সাথে যৌথ প্রচেষ্টা চালিয়ে যাবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন। (শুয়েই/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040