Web bengali.cri.cn   
মিয়ানমারে খনিধসের ঘটনায় মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে
  2015-11-25 14:03:29  cri
নভেম্বর ২৫ : মিয়ানমারে উত্তরাঞ্চলে ভয়াবহ খনি ধসের ঘটনায় মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। সরকারি হিসেব অনুযায়ী ভূমিধসে এখন পর্যন্ত ১০৪ জন মারা গেছে বলে জানিয়েছে গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার।

উদ্ধার কাজে অংশগ্রহণকারী কমিউনিটি গ্রুপ কাচিন নেটওয়ার্ক ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সেক্রেটারি দাশি নাউ লন বলেছেন,উদ্ধার অভিযান চলছে এবং আমরা এখনো মৃতদেহ সংগ্রহ করছি। এখন পর্যন্ত শতাধিক মৃতদেহের সন্ধান পেয়েছি।

রাষ্ট্রীয় সংবাদপত্র গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার বলেছে,দুর্ঘটনার পর এখনো আরো অনেক লোক নিখোঁজ রয়েছেন।

প্রত্যন্ত শহর পাকান্তে শনিবার খনিটির বর্জ্যের স্তূপ ধসে পড়ে। কর্তৃপক্ষ মাটির নিচ থেকে বিপুলসংখ্যক মৃতদেহ উদ্ধার করেছে। এই ধসের ঘটনায় যারা মারা গেছে তাদের অধিকাংশই অস্থায়ী কর্মী বলে ধারণা করা হচ্ছে। (মান্না)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040