1125
|
চীনা টেকনোলজি সোসাইটির উপ-পরিচালক ও মহাসচিব সু সিয়াও লান বলেন, এবারের সম্মেলনের তিনটি বৈশিষ্ট্য রয়েছে। তিনি বলেন,
"প্রথমত, এ সম্মেলনটি হলো আন্তর্জাতিক। বিশ্বের ১২টি রোবট গবেষণালয় এবং ৪০টি দেশের রোবট নির্মাণ কোম্পানি এবং ১৫টি দেশের শতাধিক রোবট বিশেষজ্ঞ এ সম্মেলনে অংশ নিয়েছেন। দ্বিতীয়ত, এবার প্রদর্শনীতে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ইন্টারেক্টিভ কার্যক্রম। যেমন মানুষ ও রোবটের মধ্যে টেবিল টেনিস খেলা, ব্যাডমিন্টন খেলা, এমনকি রোবটের মধ্যে ফুটবল প্রতিযোগিতা। তার পাশাপাশি বাসা-বাড়িতে রোবটগুলো কিভাবে সেবা দিতে পারে তাও প্রদর্শন করা হচ্ছে এখানে। তৃতীয়ত, চীনে প্রথমবারের মতো আয়োজিত এ সম্মেলনে যুব সমাজের উদ্ভাবনী শক্তি আরো বাড়বে বলে আশা করা হচ্ছে।"
এ সম্মেলন ও প্রদর্শনী চলাকালে অনুষ্ঠিত হবে নানা বৈশিষ্ট্যমূলক অনুষ্ঠান যেমন 'কণ্ঠ সেবা অঞ্চলে' দেখা যায় রোবটদের ইনফরমেশন ডেস্ক এবং রোবটের পারফরমেন্স। সরাসরি দেখানো হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষমতা। স্মার্ট হোম অঞ্চলে দেখানো হচ্ছে রান্নাঘর ও বৈঠকখানা। দর্শকরা দেখতে পাচ্ছেন, ঘর পরিষ্কারকারী রোবট ও রান্নায় সহযোগিতাকারী রোবটের কার্যক্রম।
গত ২৩ নভেম্বর আমি ও সিআরআই বাংলা বিভাগের বিশেষজ্ঞ জনাব তৌহিদ এবং বন্ধু জিনিয়া এবারের বিশ্ব রোবট সম্মেলন দেখার জন্য জাতীয় সম্মেলন কেন্দ্রে গিয়েছিলাম। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা সেদিনের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আলোচনা করছি।(শিশির)