Web bengali.cri.cn   
'সাহিত্য ও সংস্কৃতি'--১১২৪
  2015-11-24 11:26:57  cri

 

নৃত্য পার্ফম্যান্স

প্রথমেই'বিশ্বাসের শিল্প' ভারতের শিল্পকলা প্রদর্শনী উদ্বোধনী শিরোনামে একটি সাংস্কৃতিক খবর।

১৭তম চীন (শাংহাই) আন্তর্জাতিক শিল্পকলা দিবসে ভারত সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন এবং, 'বিশ্বাসের শিল্প' শিরোনামে ভারতের শিল্পকলা প্রদর্শনী সম্প্রতি শাংহাইয়ে উদ্বোধন করা হয়েছে।

সাস্কৃতিক সপ্তাহের পোস্ট

এবারের প্রদর্শনীতে প্রায় দুইশ' শিল্পীর প্রায় চারশ'টি শিল্পকর্ম প্রদর্শিত হয়েছে। সাংস্কৃতিক সপ্তাহের এক কর্মকর্তা জনাব সঞ্জয় বলেন, ভারত এবারের সাংহাই আন্তর্জাতিক শিল্পকলা দিবসের স্বাগতিক দেশ হিসেবে, ৩ বছর আগে এ কর্মসূচির প্রস্তুতি নিয়েছে। চীনের সঙ্গে ভাষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে পার্থক্য থাকলেও দু'পক্ষের যৌথ প্রচেষ্টায় সাফল্যের সঙ্গে এবারের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, এ প্রদর্শনী আগামী বছর ২১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

বন্ধুরা এবার শুনুন ব্রিটেনের শিশুদের প্রিয় ক্রিসমাসের খেলনা বাছাই সংক্রান্ত একটি প্রতিবেদন।

এক মাস পর পশ্চিমা বিশ্বে ক্রিসমাস আসবে। এ উপলক্ষ্যে অনেক অভিভাবক তাদের প্রিয় সন্তানের জন্য ক্রিসমাসের উপহার কেনার প্রস্তুতি শুরু করেছেন। কিন্তু শিশুদের কাছে সবচেয়ে আকর্ষণীয় উপহারটি কী? ব্রিটেনের খুচরা খেলনা বিক্রি সমিতির প্রকাশিত ২০১৫ সালে ১২টি ক্রিসমাস উপহারের লিস্ট থেকে এ সম্পর্কিত কিছু তথ্য পাওয়া যায়।

সম্প্রতি ব্রিটেনের খুচরা খেলনা বিক্রি সমিতি ২০১৫ সালে ১২টি ক্রিসমাস উপহারের তালিকা প্রকাশ করেছে। এর মধ্যে প্রধান দ্রব্যগুলো টিভি বা সিনেমা সম্পর্কিত খেলনা।

চলচ্চিত্র Star Wars

বিশ্বখ্যাত চলচ্চিত্র 'Star Wars: The Force Awakens' প্রকাশিত হওয়ার আগে এ ছবির সংশ্লিষ্ট খেলনাগুলো বাজারে খুবই জনপ্রিয় হয়েছে। শিশুদের মধ্যেও 'Star Wars'-এর ভক্ত অনেক। সেজন্য চলচ্চিত্রটি প্রকাশের পর তা অবশ্যই শিশুদের ওপর প্রভাব ফেলবে। তারা এ সংশ্লিষ্ট উপহার পেতে চাইবে।

ব্রিটিশ শিশুদের উপহার বিষয়ক এক বিশেষজ্ঞ বলেন,

"আমি মনে করি, চলচ্চিত্র শিশুদের মনের ওপর অনেক প্রভাব ফেলে। তাই চলতি বছর যেসব চলচ্চিত্র মুক্তি পাবে সে সংক্রান্ত খেলনাগুলো অনেক বেশি বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে।" 

'Star Wars' সংক্রান্ত খেলনাগুলো ছেলে শিশুদের পছন্দ। তাহলে মেয়ে শিশুদের পছন্দ কি ? এর উত্তরা হলো, অবশ্যই শিশুতোষ চলচ্চিত্র 'Frozen'। উপহার সামগ্রীর বাজারে সংবাদদাতা অনেক মেয়ের কাছে জানতে চেয়েছেন, তারা কি উপহার কিনতে চায়। তারা বেশিরভাগই জানিয়েছে তারা ফ্রোজেন মুভির সিংগিং ডল(singing doll) কিনতে চায়।

চলচ্চিত্র Frozen

আগের তথ্য-উপাত্তে দেখা যায় যে, ক্রিসমাসের সময় খেলনা বাজারে যে পরিমাণ বিক্রি হয় তা সারা বছরের ৩২শতাংশ। সেজন্য ব্যবসায়ীরা ক্রিসমাসের ওপর বেশি গুরুত্ব দিয়ে থাকেন। চলতি বছরের ক্রিসমাসে দেশটিতে একশ' কোটি পাউন্ডের খেলনা বিক্রি হবে বলে ধারণা করা হচ্ছে।

প্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো? আপনারা যদি 'সাহিত্য ও সংস্কৃতি' বিষয়ক কোনো কিছু জানতে বা আলোচনা করতে চান, তাহলে আমাকে চিঠি লিখবেন বা ই-মেইল করবেন। আপনাদের কাছ থেকে চমৎকার পরামর্শ আশা করছি। আর আপনাদেরকে জানিয়ে রাখি, আমার ইমেইল ঠিকানা হলো, hawaiicoffee@163.com।

চিঠিতে প্রথমে লিখবেন, 'সাহিত্য ও সংস্কৃতি' অনুষ্ঠানের 'প্রস্তাব বা মতামত'। আপনাদের চিঠির অপেক্ষায় রইলাম।

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। অনুষ্ঠান শোনার জন্য অনেক ধন্যবাদ। আগামী সপ্তাহে একই দিন, একই সময় আপনাদের সঙ্গে আবারো কথা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়ান (জিনিয়া/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040