Web bengali.cri.cn   
কিং অব কমেডি
  2015-11-26 16:58:59  cri



সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের 'সুরের ধারায়' অনুষ্ঠান। আর এ আয়োজনে আপনাদের সাথে আছি আমি লিলি লাবণ্য।

প্রিয় শ্রোতা, আজকের 'সুরের ধারায়' অনুষ্ঠানে আমি 'King of comedy' (কিং অব কমেডি) নামে চীনের একটি সিনেমার বেশ কয়েকটি গান শোনাবো আপনাদের।

আমি 'কিং অব কমেডি' নামের এ সিনেমাটি অনেক পছন্দ করি। এই সিনেমার দেখা যায়, সিনেমার প্রধান চরিত্র ইন থিয়েন ছৌ অভিনয়শিল্পে নিজেকে শপে দিয়েছেন। তিনি অভিনেতা হওয়ার স্বপ্ন মনে পোষণ করেন। সিনেমার চিত্রগ্রহ কাজে তিনি মাঝেমাঝে সহযোগিতা করা ছাড়াও, নিজের বাসার পাশে অভিনেতা-অভিনেত্রী গড়ে তোলার জন্য একটি প্রশিক্ষণ ক্লাস চালু করেছেন।

সিনেমাটির প্রধান নারী চরিত্র লিউ ফিও ফিও জীবনের প্রয়োজনে একজন পতিতা হিসেবে চাকরি করতে বাধ্য হন। লিউ ফিও ফিওকে অভিনয়ের কিছু কৌশল শিখিয়ে দেওয়ার জন্য কুটনি নামে একজন তাকে ইন থিয়েন ছৌয়ের প্রশিক্ষণ ক্লাসে পাঠান। কুটনি আশা করেন, অভিনয়ের কিছু কৌশল শিখে লিউ ফিও ফিও আরো ভালোভাবে বিভিন্ন অতিথিদের সেবা করতে পারবেন।

এদিকে হয় কি, ইন থিয়েন ছৌ'র সঙ্গে মেলামেশা করতে গিয়ে লিউ ফিও ফিও তাকে ভালোবেসে ফেলেন। অভিনয়ের কৌশল আয়ত্ত করার পর তিনি নাইট ক্লাবের এক নম্বর পতিতায় পরিণত হন।

অন্যদিকে ইন থিয়েন ছৌ অনেক অবহেলা সহ্য করার পর চুয়েন চিয়ে নামে এক নারী প্রযোজকের সাক্ষাত পান। চুয়েন চিয়ে ইন থিয়েন ছৌকে নিজের নতুন সিনেমার প্রধান পুরুষ চরিত্রে কাজ করার জন্য নির্বাচন করেন। আসলে চুয়েন চিয়েও ইন থিয়েন ছৌকে পছন্দ করেন। তিনি তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলতে চান। তবে ইন থিয়েন ছৌর মনের মানুষ লিউ ফিও ফিও। এ খবর শুনে চুয়েন চিয়ে হতাশাবোধ করেন। তিনি সঙ্গে সঙ্গে নিজের নতুন সিনেমার প্রধান পুরুষ চরিত্রটি থেকে ইন থিয়েন চৌকে বাদ দিয়ে দেন। সিনেমার শেষে দেখা যায়, ইন থিয়ে ছৌ আগের মতোই নিজের সেই ছোট প্রশিক্ষণ ক্লাস নিয়ে ব্যস্ত থাকেন।

বন্ধুরা, বর্তমান সমাজে সকল ক্ষেত্রেই নানা ধরনের ইচ্ছা ও চাওয়া-পাওয়া রয়েছে। আমরা স্বচ্ছল ভালোবাসা দেখতে খুব চাই। 'কিং অব কমেডি' নামে এই সিনেমায় কোনো রাজকুমার নেই, নেই রাজকুমারীও। এতে সমাজের নিম্ন পর্যায়ের মানুষের জীবনের টুকরো গল্প তুলে ধরা হয়েছে। তাই 'কিং অব কমেডি' সিনেমায় ভালোবাসা আরো আন্তরিক, আরো প্রগাঢ়।

প্রিয় শ্রোতা, 'কিং অব কমেডি' নামের এই সিনেমার কাহিনী সংক্ষেপে জেনে ফেলার পর এখন সবাই মিলে এ সিনেমার বেশ কয়েকটি গান শুনবো। (রেকর্ড—০০)

প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা এখন যে গানটি শুনছেন তার নাম 'FEEL ME'। Feel me with your love, তোমার ভালোবাস দিয়ে আমাকে অনুভব করো। তোমার শ্বাশত ভালোবাস। আমার কষ্ট অদৃশ্য হওয়া পর্যন্ত তোমার ভালোবাসা দিয়ে আমাকে অনুভব করো। তোমার সঙ্গে মিলিত হওয়ার আগে আমি বিশ্বাস করিনি, এই বিশ্বে স্বচ্ছল ভালোবাসা আছে। আমাকে আরো ঘনিষ্ঠভাবে আলিঙ্গণ করো তুমি।

বন্ধুরা, এখন সবাই মিলে 'CANDY KISSES' নামের এই গানটি শুনবো। চকলেটের মতো চুম্বন। কল্পনা করতে পারি! কত মধুমাখা হবে সেই চুম্বন। (রেকর্ড–০০)

শ্রোতাবন্ধুরা, এখন আমার সঙ্গে 'AL AROUND' নামের এই গানটি উপভোগ করুন।

শ্রোতা, আপনারা এখন যে গানটি শুনছেন তার নাম 'কিং অব কমেডি'। এটি এই সিনেমার একটি আহবসঙ্গীত। নাম, 'COMO ESTA COTO'।

প্রিয় শ্রোতা, চলুন, এখন সবাই মিলে 'THERE AFTER' নামের গানটি উপভোগ করি। সকলের ভালো লাগবে আশা করি।

শ্রোতাবন্ধুরা, আপনারা এখন যে গানটি শুনছেন তার নাম, 'HAVE A GOOD TIME'। আশা করছি, আজকের সুরের ধারায় অনুষ্ঠান শুনতে শুনতে সকল শ্রোতা সুন্দর সময় কাটাতে পারেন।

বন্ধুরা, এখন আমি যে গানটি বাজাচ্ছি তার নাম, 'HARD TO SURVIVE'। মাঝেমাঝে জীবন একটু কষ্টকর হলেও আমাদের আশাবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে বেঁচে থাকতে হবে। তাই না শ্রোতাবন্ধুরা? আমরা সবসময়ই বিশ্বাস করি, সুন্দর ভবিষ্যত আমাদের সামনে অপেক্ষা করছে।

প্রিয় শ্রোতা, আপনারা এখন যে গানটি শুনছেন তার নাম, 'Suddenly Here We Are '।

প্রিয় বন্ধুরা, এখন আমি যে গানটি বাজাচ্ছি তার নাম, 'STRANGE SUITCASE'। এটিও এই সিনেমার আরেকটি আহবসঙ্গীত।

শ্রোতা, এখন সবাই মিলে আজকের সুরের ধারায় অনুষ্ঠানের শেষ গানটি উপভোগ করবো। এ গানের নাম, 'The Way You Make Me Feel '।

এ গানের কথা এমন, তোমার সঙ্গে প্রথম দেখায় তোমাকে ভালোবেসে ফেলি। তোমাকে দেখে আমি নি:শ্বাস নিতে পারি না। ভাগ্যের বিষয় হলো, তুমিও আমাকে ভালোবাসো। তোমাকে স্বপ্নে দেখে আমি হাসি নিয়ন্ত্রণ করতে পারি না। ভাগ্যকে ধন্যবাদ জানাতে চাই। আমরা একে অপরকে গভীরভাবে ভালোবাসি।

সুপ্রিয় শ্রোতা, গান শুনতে শুনতে আমাদের সময় একদম ফুরিয়ে এলো। এবার বিদায় নেবার পালা। বিদায় নেয়ার আগে আপনাদের আরো একবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি।

আগামী সপ্তাহে আবারো কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। শুভ বিদায়। চাই চিয়েন। (লিলি/মান্না)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040