Web bengali.cri.cn   
এক চীনা চিকিত্সকের সাধারণ একটি দিন
  2015-11-23 17:30:53  cri

চিকিত্সা, অনেক মহান একটি পেশা। চিকিত্সকরা সবসময় মানুষের জীবন রক্ষায় কাজ করেন। রোগীর সংখ্যা যত বাড়ে, চিকিত্সকের দায়িত্বও তত বাড়তে থাকে। অন্যদিকে চিকত্সককেও দিন দিন অনেক চাপ নিতে হয়। রোগীর চাপ বেশি হলে তা চিকিত্সকের ওপরও এক ধরনের প্রভাব ফেলে।

হুনান নানহুওয়া বিশ্ববিদ্যালয় হাসপাতালের চিকিত্সক লুয়ো চি কাং চীনের এক বিখ্যাত চিকিত্সক। যে কোনো সময়, কাজের ডাক এলেই তিনি শান্তভাবে অস্ত্রোপচার রুমে চলে যান। প্রতি সপ্তাহে লুয়ো চি কাং পাঁচটি অস্ত্রোপচার করেন।

সকালে লুয়ো চি কাং নানহুওয়া বিশ্ববিদ্যালয় হাসপাতালে দু'টি অস্ত্রোপচার শেষ করেছেন। এরপর অন্য একটি হাসপাতালে গিয়ে কাজ করেন। তারপরে লুয়ো চি কাংকে কয়েক মিনিটের মধ্যে লাঞ্চ শেষ করতে হয়। লাঞ্চ শেষে তাকে স্নাতকোত্তর শিক্ষার্থীদের ক্লাস নিতে হয়। পরে ওয়ার্ডে গিয়ে অস্ত্রোপচার হওয়া রোগীদের খোঁজ-খবর নেন তিনি।

এটি ডাক্তার লুয়ো চি কাংয়ের সাধারণ ব্যস্ত একটি দিন।

এমন কর্মনিষ্ঠা ও পরিশ্রমের জন্য লুয়ো চি কানং 'জাতীয় আদর্শ শ্রমজীবী' ও 'উ-ই শ্রম' পুরস্কার পেয়েছেন।

লুয়ো চি কাং আশা করেন, আরো অনেক শিক্ষার্থী চিকিত্সা পেশা গ্রহণ করবে এবং ডাক্তার-রোগী সম্পর্ক আরো বাড়বে। (তুহিনা/তৌহিদ)

রোগীর অস্ত্রোপচার করছেন চিকিত্সক লুয়ো চি কাং

দু'টি অস্ত্রোপচার করে লুয়ো চি কাংয়ের পিঠ ব্যথা হয়ে যায়। সিঁড়ির রেলিং ধরে তাকে উপরে উঠতে হয়।

দু'টি অস্ত্রোপচার শেষে গাড়িতে একটু ঘুমিয়ে নিচ্ছেন লুয়ো চি কাং।

নবীন চিকিত্সকদের ক্লাস নিচ্ছেন লুয়ো চি কাং।

অস্ত্রোপচার হওয়ার রোগীদের দেখছেন মহান চিকিত্সক।

 

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040