Web bengali.cri.cn   
চীন-আসিয়ান একসাথে পূর্ব এশিয়া অর্থনৈতিক কমিউনিটি স্থাপন সম্পন্ন করবে: চীনের প্রধানমন্ত্রী
  2015-11-22 19:18:47  cri
নভেম্বর ২২: চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং বলেছেন, চীন ও আসিয়ান একসাথে ২০২০ সালে পূর্ব এশিয়ার অর্থনৈতিক কমিউনিটি স্থাপন সম্পন্ন করবে।

গতকাল (শনিবার) বিকেলে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ১৮তম আসিয়ান-চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার শীর্ষ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এ ছাড়া, সম্মেলনে লি খ্য ছিয়াং আসিয়ান নেতাদের সাথে চীন ও আসিয়ানের সহযোগিতা ও অঞ্চলের উন্নয়ন নিয়ে গভীরভাবে আলোচনা করেন এবং অনেক ইস্যুতে ঐকমত্যে পৌঁছান।

লি খ্য ছিয়াং বলেন, চীন ও আসিয়ানের সম্পর্ক হচ্ছে পূর্ব এশিয়ার শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের গুরুত্বপূর্ণ ভিত্তি। দু'পক্ষ পারস্পরিক আস্থা বাড়িয়ে অভিন্ন সমৃদ্ধি সৃষ্টি করে একসাথে ২০২০ সালে পূর্ব এশিয়া অর্থনৈতিক কমিউনিটি স্থাপন সম্পন্ন করার চেষ্টা করবে।

লি খ্য ছিয়াং এ সম্পর্কিত ৬টি প্রস্তাব উত্থাপন করেন । তিনি বলেন,

১. চীন ও আসিয়ানের সহযোগিতা পদ্ধতি জোরদার করতে হবে। লানচাং-মেকং নদী সহযোগিতা পদ্ধতি জোরদার করে আসিয়ানের সব দেশের অভিন্ন উন্নয়নকে সমর্থন করে আসছে চীন।

২. চীন ও আসিয়ানের মধ্যে বাণিজ্যিক সহযোগিতা জোরদার করতে হবে এবং দু'পক্ষের মধ্যে অবাধ বাণিজ্য এলাকা জোরদার করে আরো উন্নতি করতে হবে।

৩. 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগে চীন ও আসিয়ানের একসাথে এ অঞ্চলের উন্নয়ন করতে হবে। ট্রান্স-এশিয়ান রেলওয়েই নেটওয়ার্কসহ এ অঞ্চলের যোগাযোগ উন্নত করে এশিয়া অবকাঠামো বিনিয়োগ ব্যাংক'র মাধ্যমের সংশ্লিষ্ট প্রকল্পে অর্থ সহায়তা করবে চীন।

৪. অবকাঠামো, নির্মাণকাজের যন্ত্রপাতি, বিদ্যুত, টেলিযোগাযোগ ও শিল্প পার্কের ক্ষেত্রে চীন- আসিয়ান সহযোগিতা জোরদার করতে হবে।

৫. সন্ত্রাসী দমন সহ নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে হবে।

৬. এ অঞ্চলের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে। ২০১৬ সালে চীন-আসিয়ান শিক্ষা আদান-প্রদান বর্ষে দু'পক্ষের সাংস্কৃতিক আদান-প্রদান ও সহযোগিতা জোরদার করতে হবে। (আকাশ/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040