Web bengali.cri.cn   
'মার্চ '
  2015-11-22 18:54:26  cri

আজকের এ গানের অনুষ্ঠানে আপনাদের চীনের তাইওয়ানের বিখ্যাত গায়িকা চাং হুইমেইর সঙ্গে পরিচয় করিয়ে দিবো। এই শিল্পীকে চীনে পপ মিউজিকের রাণী বলে অভিহিত করা হয়। এ পর্যন্ত তার প্রকাশিত অ্যালবামের সংখ্যা ৭টি। এই অ্যালবামগুলোতে বিভিন্ন ধরনের গান রয়েছে। তবে সবচেয়ে কম রয়েছে প্রেমের গান। এই অ্যালবাম থেকেই আমরা কয়েকটি গান নির্বাচন করেছি আজ।

বন্ধুরা, তাহলে এখন শুনুন আজকের অনুষ্ঠানের প্রথম গানটি। গানের নাম 'হারানো সুর'। গানের কথাগুলো অনেকটা এমন,

গোলাপ ফুল গভীর রাতে জেগে থাকে,

মাটিতে পড়েছে ফুলের কুঁড়ি; উদ্ধার করতে পারি না।

বাসায় ফিরে এসে আমার একাকী অনুভব হয়।

শীতকালের আকাশে ঘুড়ি ওড়ে;

এই কঠিন অবস্থা হারিয়ে যাবে কি না?

স্মৃতি আমাদের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু ,

গল্পের বিস্তারিত বিষয় হারিয়ে গেছে,

অপেরার দু'জন অভিনেতা অভিনেত্রীর কথাও হারিয়ে গেছে।

প্রিয় শ্রোতা, গানের কথাগুলো কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। এখন এ শিল্পীর কণ্ঠে দ্বিতীয় গানটি শুনুন।

গানের নাম 'মার্চ '। এ গানের কথাগুলো অনেকটা এমন,

সময়ের প্রবাহে মার্চ মাস চলে গেলো।

এখন আবহাওয়া গরম দিকে,

বুঝতে পারি না আমাদের প্রেম আসলে কি?

প্রেম 'মার্চ' মাসের মত চলে গেলো।

আমার আসলে উচিত তোমাকে মনে না রাখা।

সময় কাটাতে হবে। কিন্তু আমি এখান থেকে কোথাও যেতে পারি না।

বন্ধুরা, এ গানটি কেমন লাগলো? নিশ্চয় আপনাদের পছন্দ হয়েছে।

এবার এ শিল্পীর কণ্ঠে শুনুন পরের গানটি। গানের নাম 'আমার কোলে তোমাকে রাখতে পারি; আমি কি তোমাকে আলিঙ্গন করতে পারি'?।

এ গানে বলা হয়েছে,

বাইরে বৃষ্টি পড়ছে,

আমার মনে যেন রক্তঝরার অনুভুতি।

তোমাকে এতদিন ভালোবেসেছি,

আসলে ভালোবাসা সহজ নয়;

কেনো তুমি বুঝতে পারো না?

কাল থেকে তোমার সাথে যোগাযোগ করতে পারি না।

তোমার পোষাকগুলো সব বাসায় নিয়ে যাও;

আমার জন্য আর কোনো অজুহাত দরকার নেই।

আমার কোলে তোমাকে রাখতে পারি?

প্রিয়তম, তোমার কাঁধে মাথা রেখে কাঁন্না করতে পারি কি?

যদি আজ থেকে আমাদের প্রেমের সম্পর্ক শেষ হয়ে যায়,

তাই তোমার কাঁধে মাথা রেখে ডুকরে কেঁদে উঠি।

বন্ধুরা, আশা করছি, এ গানটিও অনেক ভালো লেগেছে আপনাদের। তাই না? এখন আমি পরের গানটি শোনাবো। এ গানের নাম 'আমি আনন্দ চাই'।

গানের কথাগুলো অনেকটা এমন,

একাকীত্ব আমি কখনো পছন্দ করি না।

তবে এই অনুভুতি সবার চেয়ে আমার বেশি।

গোটা বিশ্ব আমাকে দেয়া হলেও

আমি সর্বস্বান্ত।

আমি আনন্দ চাই, আমার আনন্দিত হওয়া উচিত।

রাতে ভালো ঘুম চাই আমার;

যারা আমার খোঁজ নেন না, তাদের জন্য আমি কেনো কষ্ট পাবো!

এই অবস্থা থেকে বের হবো না আমি?

আমার সিদ্ধান্ত ঠিক, এটা আমি বিশ্বাস করি....।

শ্রোতাবন্ধুরা, এখন শুনুন আজকের পাঁচ নম্বর গানটি। গানের নাম 'আমাকে আরও ভালোবাসতে পারো?' রোমান্টিক এ গানের কথাগুলো এমন,

আমি খারাপ কিছু করেছি, তুমি জানো না?

আমাদের সম্পর্ক এখন বিপজ্জনক।

প্রেমে ইতোমধ্যেই সন্দেহ চলে হয়েছে

পরস্পরকে সন্দেহ করছি নিয়মিত।

আমি তোমার জিম্মি নই, তুমিও আমার জিম্মি নও।

এতে কি তুমি সুখি?

শ্রোতাবন্ধুরা, চমত্কার কিছু গানের মাধ্যমে আপনাদের সঙ্গে সুন্দর সময় কাটাতে পেরে আমি অনেক আনন্দিত। আজ এখানেই বিদায় নেবো।

কথা দিচ্ছি, আবারো কথা হবে; শোনা হবে গান। আপনারা সবাই ভালো থাকুন, আর শুনতে থাকুন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান।

চাই চিয়ান। (উর্মী/মান্না)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040