Web bengali.cri.cn   
কুয়ালালামপুরে চীন ও ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক
  2015-11-21 18:19:18  cri
নভেম্বর ২১: চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্থানীয় সময় আজ (শনিবার) মালয়েশিয়ার কুয়ালালামপুরে এক বৈঠকে মিলিত হন।

বৈঠকে লি খ্য ছিয়াং বলেন, চীন ও ভারত হচ্ছে গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ। দু'দেশের উচ্চ পর্যায়ের আদান-প্রদান খুবই ঘনিষ্ঠ এবং সহযোগিতাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গত মে মাসে পেইচিংয়ে আমরা দু'দেশের মধ্যে আরো ঘনিষ্ঠ সম্পর্ক উন্নয়ন করার বিষয়ে এক মত হয়েছি।

তিনি বলেন, চীন ও ভারত হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় উন্নয়নশীল দেশ। দু'দেশের উচিত হাতে হাত রেখে সহযোগিতা করা, যা এশিয়া ও বিশ্বের শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি জোর দিয়ে বলেন, বিশ্বের উন্নয়নে শান্তি ও স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ। বিশ্ব কোনো উত্তেজনাময় পরিস্থিতি ও সংঘর্ষ দেখতে চায় না। চীন ও ভারত বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ বাড়িয়ে একসাথে সন্ত্রাসবাদের চ্যালেঞ্জ মোকাবিলা করবে বলেও জানান তিনি।

তিনি উল্লেখ করেন, পেইচিং নয়াদিল্লির সাথে বাংলাদেশ-চীন-ভারত ও মিয়ানমারের অর্থনৈতিক করিডোর প্রতিষ্ঠা দ্রুত বাস্তবায়নের চেষ্টা করতে ইচ্ছুক।

মোদি জানান, চীন ও ভারতের উন্নয়নের সম্পর্ক এখন খুবই সুষ্ঠু। দু'পক্ষ অব্যাহতভাবে পারস্পরিক বিশ্বাস ও সহযোগিতা জোরদার করে চলেছে। ভারত চীনের সাথে সহযোগিতা জোরদার করে এশিয়া ও বিশ্বের অর্থনীতির আরো উন্নয়ন করতে ইচ্ছুক।

এ ছাড়া, বৈঠকে দু'নেতা অভিন্ন স্বার্থ জড়িত আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যু নিয়ে মত বিনিময় করেন। (আকাশ/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040