Web bengali.cri.cn   
'সুরের ধারায়''ইউরোপীয় ও আমেরিকান' সঙ্গীত অনুষ্ঠান
  2015-11-20 16:21:08  cri

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতার থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান। সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু ওয়াং ছুই ইয়াং জিনিয়া।

বন্ধুরা, নিশ্চয় মনে আছে সবচেয়ে প্রিয় ১০০টি ইংরেজি গানের একটি লিস্ট গুছিয়ে রেখেছি আপনাদের জন্য। কিন্তু আজকের অনুষ্ঠানে একটু থামবো। ওই গানগুলো আজ আপনাদের শোনাবো না।

আজ আমরা অন্যকিছু গান শুনবো। সম্প্রতি ইটালির মিলানে ২০১৫ সালের MTV EMAs সঙ্গীত পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়ে গেছে। বন্ধুরা কি জানতে চান ওই অনুষ্ঠানে পরিবেশিত কি কি গান বর্তমানে সবচেয়ে জনপ্রিয়? কে কে পুরস্কার পেয়েছে এই অনুষ্ঠানে? আজ এসব নিয়েই আলোচনা করবো আপনাদের সাথে।

তাহলে বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের 'ইউরোপীয় ও আমেরিকান' সঙ্গীত অনুষ্ঠান।

শ্রোতাবন্ধুরা, MTV EMAs সঙ্গীত অনুষ্ঠানের প্রথম পরিবেশনা ছিলো, যুক্তরাষ্ট্রের সঙ্গীত ব্যান্ড Macklemore & Ryan Lewis-এর Downtown, Ft. Melle Mel ও Kool Moe Dee প্রভৃতি। পশ্চিমাদের মধ্যে র‌্যাপ সংগীত শিল্পী বেশি নেই। Macklemore প্রথম র‌্যাপ সংগীত শিল্পীর স্বীকৃতি পেয়েছেন। আমি তার বেশ কিছু গান পছন্দ করি। যেমন, same love, starting over, thrift shop প্রভৃতি। সম্প্রতি তার একটি নতুন গান বাজারে এসেছে। এ গানটি তিনি অন্য শিল্পীদের সঙ্গে MTV EMAs সঙ্গীত অনুষ্ঠানে গেয়েছেন। তাহলে এখন শুনুন গানটি।

শ্রোতা, Jason Derulo-এর সাথে আমি আগে অনেকবার পরিচয় করিয়ে দিয়েছি আপনাদের। বন্ধুরা তার অনেক গান শুনেছেন, তাই না? হ্যাঁ, তার নতুন গান 'want to want me' খুবই জনপ্রিয়। তাহলে শুনুন এ গানটি।

আমার মনে হয়, মার্কিন সিনেমা 'fifty shades of grey' বিশ্বব্যাপী বিখ্যাত। অবশ্যই এ সিনেমার গানগুলোও ভীষণ জনপ্রিয়। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি গান হলো Ellie Golding-এর গাওয়া 'love me like you do'। MTV EMAs সঙ্গীত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে গায়কা Ellie Golding একটি বড় diamond shape-এর স্টেজে পারফম করেছেন। খুবই চমত্কার সে পারফমেন্স। এ গায়কের ভরাট কণ্ঠে তাহলে শুনুন এ গানটি।

প্রিয় বন্ধুরা, Twenty one pilots সম্প্রতিকালের খুবই হিট একটি সঙ্গীত ব্যান্ড। তাদের গান বেশ অনেকগুলো পুরস্কার পেয়েছে। 'tear in my heart' গানটি billboard-এর সর্বশেষ খবরে ১১তম স্থানে রয়েছে। তাহলে শুনুন এ গানটি।

আপনার আনন্দ-খুশি, দুঃখ...যদি একজন বন্ধু শেয়ার করতে পারে, তাহলে মনের চাপ অনেকটাই কমে যায়। বন্ধুরা, আমাদের বলেন, 'lay it all on me', যাকে আমরা জানি all is well নামে।

যদি প্রশ্ন করা হয়, বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গীত জগতে সবচেয়ে জনপ্রিয় কিন্তু সবচেয়ে বেশি নেতিবাচক খবর কোন শিল্পীর? সে গায়ক কে? এর উত্তর অবশ্যই হচ্ছে Justin Bieber। বয়সে এত তরুণ, এত পুরস্কার পেয়েছেন, এত ধনী! কিন্তু এত বেশি gossip আর নেতিবাচক খবর আছে তার সম্পর্কে যে অবাক হয়ে যেতে হয়।

 

হ্যাঁ, সম্প্রতি তার একটি নতুন গান 'what do you mean' প্রকাশিত হয়েছে। অল্প সময়ে বিশ্বের নানা দেশে ছড়িয়ে থাকা তার ভক্তরা তাকে ব্যাপক ভোট দিয়েছে। সেজন্য এ গানটি আরেকটি পুরস্কার পেয়েছে। তাহলে শুনুন চমতকার এ গানটি।

সুপ্রিয় শ্রোতা, Jess Glynne সম্প্রতি আমার প্রিয় মার্কিন গায়িকায় পরিণত হয়েছে। ২০১৫ MTV EMAs সঙ্গীত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি তিনটি গান গেয়েছেন। প্রতিটি গান অনিন্দ সুন্দর। গানগুলো হলো 'my love', 'hold my hand' এবং 'don't be so hard on yourself'। আজ বন্ধুদের 'hold my hand' গানটি শোনাবো। রোমান্টিক গান। আশা করছি বন্ধুরা পছন্দ করবেন গানটি।

২০১৫ সালের MTV EMAs সঙ্গীত পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আমার সবচেয়ে প্রিয় গান কোনটি? জানেন আপনারা? অবশ্যই James Bay-এর 'hold back the river'। প্রথমবার এ গানটি শুনে আমার চোখ জলে ভরে গিয়েছিলো। অত্যন্ত হৃদয়গ্রাহী একটি গান। বন্ধুরা আমার সঙ্গে এবার শুনুন গানটি।

বন্ধুরা, আজকের 'ইউরোপীয় ও আমেরিকান' সঙ্গীত অনুষ্ঠান এখানেই শেষ করছি। আশা করছি গানগুলো আপনাদের পছন্দ হয়েছে। যদি আপনারা ইউরোপীয় ও আমেরিকান গায়ক বা গায়িকার কোনো গান শুনতে আগ্রহী হন, তাহলে আমাদের চিঠি বা ইমেইল পাঠাবেন।

আমাদের ইমেইল ঠিকানা: wangcuiyang@gmail.com। চিঠিতে প্রথমে লিখবেন: 'ইউরোপীয় ও আমেরিকান সঙ্গীত প্রস্তাব'। আপনাদের চিঠি বা ইমেইলের অপেক্ষায় রইলাম।

আজকের মতো তাহলে এখানেই বিদায়। আগামীতে আবারও আপনাদের সঙ্গে কথা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। যাই চিয়ান।(জিনিয়া ওয়াং/মান্না)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040