Web bengali.cri.cn   
ভারতের জাতীয় আর্ট একাডেমি সফর করেছে চীনের যুব প্রতিনিধি দল
  2015-11-19 15:40:13  cri

চীনের প্রতিনিধি দল ও ভারতের শিল্পীরা

নভেম্বর ১৯: গতকাল (বুধবার) সকালে দিল্লির জাতীয় আর্ট একাডেমি পরিদর্শন ও কলা-কুশলীদের সঙ্গে মতবিনিময় করেছে সফররত চীনের যুব প্রতিনিধি দল।

এ সময় আর্ট একাডেমির প্রধান সুহাকর শর্মা বলেন, চীন ও ভারত বিশ্বের প্রাচীন সভ্যতার অধিকারী দু'টি দেশ। দু'দেশের সুদীর্ঘ ইতিহাস ও সংস্কৃতি রয়েছে। চীনের এ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি ভারতের অনেক সম্মানের কথা জানান তিনি। ২০০১ সালে চীনে ভারতের শিল্পকলা একাডেমির অনুষ্ঠান অনেক জনপ্রিয় হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, এসব কর্মসূচি দু'দেশের যুব শিল্পীদের সাংস্কৃতিক বিনিময়ে উত্সাহিত করছে।

চীনের যুব প্রতিনিধি দলের সাখা মিস লিউ উন লান বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন-ভারত বিনিময় বেড়েছে। শিক্ষা, সংস্কৃতি পর্যটন, খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের যুব সমাজের যোগাযোগ আরও বেড়েছে। এ বিনিময় চীন-ভারত সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অংশ। এবারের প্রতিনিধি দলে অনেক যুব শিল্পী রয়েছেন। এ সুযোগে দু'দেশের যুব সমাজের সম্পর্ক আরো গভীর হবে বলে আশা করেন তিনি।

(তুহিনা/তৌহিদ)

চীনের যুবক প্রতিনিধি দলের সাখা মিস লিউ উন লান ভারতের জাতীয় আর্ট একাডেমির প্রেসিডেন্টকে উপহার দেন

ভারতের শিল্পী যুবক প্রতিনিধিদের শিল্পকর্ম ব্যাখ্যা করে

ভারতের জাতীয় আর্ট একাডেমির লাইব্রেরি পরিদর্শন করে

দু'পক্ষের আলোচনাসভা

জাতীয় আর্ট একাডেমির শিল্পকর্মের প্রদর্শন

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040