1118
|
Beyond চীনা হংকং একটি রক ব্যান্ডদল। দলটি প্রতিষ্ঠিত হয় ১৯৮৩ সালে। ১৯৮৩ সালে যুবক 'হুয়াং চিয়া চু' এবং 'ইয়ে সি রং'য়ের বন্ধুত্ব হয়। দুজনেই ব্রিটিশ রক গান পছন্দ করেন। তাই হুয়াং চিয়া চু ও ইয়ে সি রং এবং অন্য দু'জনসহ চারজন মিলে beyond নামে একটি ব্যান্ডদল প্রতিষ্ঠা করেন। পরে অন্য দুজন ব্যান্ড থেকে সরে যান। এরপর ব্যান্ডে যোগ দেন 'হুয়াং চিয়া ছিয়াং' এবং 'ওয়াং ও ওয়েন'। ১৯৮৫ সালে এ ব্যান্ডের সদস্য আবার পরিবর্তন হয়। ওয়াং ও ওয়েনের বদলে এবার 'হুয়াং কুয়ান চুং' ব্যান্ডে যোগ দেন।
এ ব্যান্ডের প্রধান গায়ক ও গিটারবাদক হলেন হুয়াং চিয়াং চু। হুয়াং কুয়ান চুং গিটারবাদক। হুয়াং চিয়াং ছিয়াং বেইজ গিটার বাদক এবং ইয়ে সি রং ড্রামার।
বন্ধুরা, ১৯৮৬ সালে Beyond তাদের প্রথম অ্যালবাম 'Goodbye ideal' প্রকাশ করে। ১৯৮৮ সালে তারা বিখ্যাত একটি কোম্পানির সঙ্গে চুক্তি করে দলটি। এটা তাদের পেশাদার জীবনের গুরুত্বপূর্ণ একটি Turning point। এ অ্যালবাম থেকে তারা সামাজিক অশুভ শক্তিগুলোর সমালোচনা শুরু করেন। এসময় তাদের গান আগের চেয়ে অনেক বেশি আকর্ষনীয় হয়ে ওঠে।
প্রিয় শ্রোতা, এখন আমরা শুনবো এ অ্যালবামের একটি গান। গানের নাম 'বৃষ্টির ঠান্ডা রাতে'। আজকের অনুষ্ঠানে যে সব গান আমরা শুনবো তার সবগুলো ক্যান্টোনিজ ভাষায় গাওয়া।
একই বছর সেপ্টেম্বর মাসে তারা প্রকাশ করেন 'Secret police' নামে একটি অ্যালবাম। এ অ্যালবাম তাদের সংগীত রীতিকে জনপ্রিয় করে তোলে।
প্রিয় বন্ধুরা, এখন শুনবো এ অ্যালবামের 'পৃথিবী' নামে একটি গান। এ গান ১৯৮৮ সাল পর্যন্ত Beyond-এর সবচেয়ে জনপ্রিয় একটি গান। এ দলের প্রধান গায়ক হুয়াং চিয়ে চুর বদলে গিটারবাদক হুয়াং কুয়ান চুং গানটি গেয়েছেন। ১৯৮৮ সালে হংকংয়ে এ গান প্রকাশ করা হয়। এতে মাতৃভূমির প্রতি হংকংয়ের ভালোবাসা প্রকাশিত হয়েছে।
এ অ্যালবামে অন্য একটি গান রয়েছে। গানের নাম 'তোমাকে পছন্দ করি'। আসলে সে সময় এ গানটি এতটা জনপ্রিয় হয় নি। তবে সম্প্রতি চীনা একটি টিভি অনুষ্ঠানে একজন গায়িকা আবার এ গানটি গেয়েছেন এবং জনপ্রিয়তা পেয়েছেন। Beyond-এর অধিকাংশ গানের থিম গম্ভীর এবং এ গানগুলোতে রোমান্টিকতা যেন কিছুটা কম। শুনুন তাহলে গানটি।
এরপর Beyond ১৯৮৯ সালের জুলাই মাসে প্রকাশ করে অ্যালবাম 'beyond-iv'। এ অ্যালবাম নিয়ে Beyond হংকংয়ে সবচেয়ে জনপ্রিয় ও সফল একটি ব্যান্ডে পরিণত হয়। বিশেষ করে অ্যালবামে 'সত্যিই তোমাকে ভালবাসি' গানটি Beyond-এর বিখ্যাত ও প্রতিনিধিত্বকারী একটি গান। এ গানে মায়ের প্রতি সন্তানের ভালোবাসা প্রকাশিত হয়েছে। শুনুন তাহলে গানটি।
শ্রোতা, ১৯৯০ সাল থেকে Beyond সিনেমায় অভিনয় শুরু করে এবং সিনেমার জন্য গান রচনা করে। 'ধূসর ট্র্যাক' হলো 'If Sky Have Love' নামের একটি সিনেমার প্রধান গান।
একই বছরের সেপ্টেম্বর মাসে এ ব্যান্ড প্রকাশ করে তাদের নতুন অ্যালবাম 'ভাগ্যের পার্টি'। এ অ্যালবাম বড় সাফল্য অর্জন করে। এ অ্যালবামের অনেক গান পরে Beyond-এর প্রতিনিধিত্বকারী গানে পরিনত হয়।
১৯৯০ সালে ব্যান্ডদলটি কেনিয়া সফরে যায়। ওখানে এ দলের শিল্পীরা স্বচোখে দেখে যুদ্ধে বিধ্বস্ত মানুষের দুঃখ-দুর্দশা। দেশে ফিরে আসার পর হুয়াং চিয়া চুও দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডলার (Nelson Mandela) জীবনের গল্প পড়েন। তিনি অভিভূত হন। এ প্রেক্ষপটে হুয়াং চিয়া চু রচনা করেন 'To meet the prime time' গানটি। এখন শুনুন গানটি।
১৯৯৩ সালের মে মাসে তারা প্রকাশ করে 'Rock N Roll' নামে একটি অ্যালবাম। এটা হুয়াং চিয়া চুর শেষ অ্যালবাম। কারণ এর এক মাসে পর জুন মাসে তিনি জাপানে মঞ্চ থেকে পড়ে গিয়ে মারা যান। এই দু:খজনক ঘটনায় আমরা হারিয়েছি একজন প্রতিভাবান শিল্পীকে।
'Rock N Roll' অ্যালবামের 'Far~Away~' গানটি আমার ভীষণ প্রিয়। এ গানের মাধ্যমে হুয়াং চিয়া চুকে জানাতে চাই আমাদের সম্মান ও ভালোবাসা। এখন আমরা উপভোগ করবো তার সুললিত কণ্ঠে এ গানটি। (শিশির/মান্না)