Web bengali.cri.cn   
সুরের ধারায়- তোমার জন্যই আছি
  2015-11-16 19:07:00  cri

প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। সবাই ভাল আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।

বন্ধুরা, শুরু করছি আজকের সঙ্গীতানুষ্ঠান 'সুরের ধারায়'। সঙ্গে আছি আমি শুয়েই ফেইফেই শিখা।

চলুন, আপনাদের নিয়ে প্রবেশ করি নতুন ও অনিন্দ সুন্দর এক সঙ্গীতের ভুবনে। কী, যাবেন তো আমার সঙ্গে? হ্যাঁ, জানি, যতক্ষণ 'সুরের ধারায়' অনুষ্ঠানে আমি আছি, ততক্ষণ আপনারাও আমার সাথেই থাকবেন। আপনাদের এই ভালোবাসাই তো আমার সফলতা।

প্রিয় শ্রোতা, এখন পেইচিংয়ে শীতকাল। আবহাওয়া অনেক ঠান্ডা। তবে ঠান্ডা আবহাওয়ায় এমন কিছু গান আছে, যা শুনে আমাদের হৃদয় উষ্ণ হয়ে যাবে। আজকে আপনাদের শোনাবো এমন কয়েকটি সুন্দর গান।

প্রথমে শুনুন চীনের তাইওয়ানের কণ্ঠশিল্পী ওয়াং সি লিং-এর গাওয়া honey গানটি।

প্রিয় শ্রোতা, এখন শুনুন চীনের তাইওয়ানের আরেকজন শ্রেষ্ঠ এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী লো চি সিয়াং-এর গাওয়া অত্যন্ত মিষ্টি একটি প্রেমের গান। গানটির নাম 'আমি গান গাইতে পারি না'। লো চি সিয়াং ১৯৭৯ সালের ৩০ জুলাই তাইওয়ানের জিলুং শহরে জন্মগ্রহণ করেন। গান গাওয়া ছাড়া তিনি খুব ভালো একজন নৃত্যশিল্পী এবং অনেক চলচ্চিত্রেও অংশ নিয়েছেন। আচ্ছা, আমরা এখন তার গাওয়া গানটি শুনি।

প্রিয় বন্ধুরা, এখন শুনুন চীনের কণ্ঠশিল্পী লি তাই মো'র গাওয়া খুব সুন্দর একটি গান। এ গানের নাম say yes। সাম্প্রতিক বছরগুলোতে চীনে বিভিন্ন সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে থাকে। voice of china এসব সঙ্গীতানুষ্ঠানের অন্যতম এবং সবচেয়ে সফল একটি। লি তাই মো ঠিক এ সঙ্গীত প্রতিযোগিতায় অংশ নিয়ে দর্শকদের সঙ্গে পরিচিত হয়েছেন। এখন শুনুন say yes গানটি ।

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন সিঙ্গাপুরের কণ্ঠশিল্পী লিন চুন চিয়ে-এর গাওয়া একটি গান। এ গানের নাম 'তোমার জন্যই আছি'। গায়ক হিসেবে বিখ্যাত হয়ে ওঠার আগে লিন চুন চিয়ে ছিলেন একজন সুরকার। চীনের সু রুওসুয়ান ও জাং হুইমেই-এর মতো বিখ্যাত গায়ক-গায়িকাদের জন্য তিনি অনেক গান লিখেছেন। তিনি খুবই সুদর্শন এবং তার কণ্ঠও সুমিষ্ট। তাই মেয়েরা তাকে খুব পছন্দ করে। সবাই তাকে 'লেডি কিলার' বলে ডাকে। বিষয়টি বেশ মজার, তাই না? আচ্ছা, এখন আমরা একসাথে শুনি গানটি।

প্রিয় শ্রোতা, এখন আপনাদের শোনাবো অত্যন্ত মিষ্টি একটি গান। এ গানের নাম 'আজ তুমি আর আমার বিয়ে করবো'। গেয়েছেন কন্ঠশিল্পী থাও চিয়ে ও ছাই ই লিন। গানটি বিশেষ করে যারা বিয়ে করবে তাদের জন্যই রচনা করা হয়েছে। অনেকেই নিজের বিয়ের অনুষ্ঠানে এ গান শোনাতে পছন্দ করেন। আচ্ছা, তাহলে এখন আমরা শুনি গানটি।

বন্ধুরা, তোমাকে প্রতিদিন আরো বেশি ভালোবাসি। এ কথাটি হলো প্রেমেপড়া মানুষের মনের কথা। তাই না? চীনে ঠিক এমন একটি গান আছে। এ গানের নামই 'তোমাকে প্রতিদিন আরো বেশি ভালোবাসি'। গানটি গেয়েছেন চীনের হংকংয়ের কন্ঠশিল্পী চাং সুয়ে ইউ। এখন আমরা একসাথে শুনি মিষ্টি এ গানটি।

শ্রোতাবন্ধুরা, এখন যে গান আপনাদের শোনাতে চাই, তার নাম 'সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত'। গেয়েছেন চীনের তাইওয়ানের কণ্ঠশিল্পী ফান উই ছি। ১৯৭৬ সালের ১৮ মার্চ ফান উই ছি জন্মগ্রহণ করেন যুক্তরাষ্ট্রে। ২০০০ সালে তিনি তার প্রথম অ্যালবাম প্রকাশ করার সঙ্গে সঙ্গে জনপ্রিয় হয়ে উঠেছেন। এখন শুনুন তার গাওয়া সুন্দর গান।

সুপ্রিয় শ্রোতা, অনুষ্ঠান শেষে আপনাদের শোনাবো Irreplaceable নামে একটি গান। আশা করি তা আপনাদের ভালোই লাগবে। (ফেইফেই/মান্না)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040