Web bengali.cri.cn   
'আমেরিকান ও ইউরোপীয়' সঙ্গীতানুষ্ঠান
  2015-11-13 18:02:18  cri

'আমেরিকান ও ইউরোপীয়' সঙ্গীতানুষ্ঠানের শুরুতেই আপনাদের শোনাবো মার্কিন সঙ্গীতদল 'Death Cab for Cutie'-এর একটি গান 'I Will Follow You into the Dark' ।--3'09

গানটি কেমন লেগেছে আপনাদের? আশা করছি ভালো। আচ্ছা, বন্ধুরা, এখন শুনবেন মার্কিন গায়ক 'Joshua Radin'-এর একটি গান। নাম 'I'd Rather Be With You'। –2'49

প্রিয় শ্রোতা, এবারে আপনাদের জন্য রয়েছে 'Stay With My Heart' নামের গানটি। গেয়েছেন সুইডেনের গায়িকা 'Sophie Zelmani'। তাহলে এখন আমরা গানটি একসাথে শুনি, কেমন? –4'08

গানটি কেমন লেগেছে আপনাদের? আশা করি ভাল। তাহলে এখন আমরা Joshua Radin–এর একটি গান শুনবো, কেমন? গানের শিরোনাম 'Tomorrow Is Gonna Be Better'।–4'03

প্রিয় শ্রোতা, বরাবরের মতো আজও আপনাদের জানাতে চাই, আপনাদের বিশ্বসঙ্গীতের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই আমাদের এ আয়োজন, আমাদের এ প্রচেষ্টা। এ অনুষ্ঠান আপনাদের ভালো লাগলেই আমাদের সফলতা। এ আয়োজনে সবসময় আমাদের সঙ্গে থাকবেন এই আমাদের প্রত্যাশা।

বন্ধুরা, এবার আমরা গায়ক 'Electrophönvintage'-এর একটি গান শুনবো। আর এ গানটির শিরোনাম 'White Morning'—1'42।

কেমন লাগলো গানটি? এবার আমরা মার্কিন গায়িকা 'Christina Aguilera'–এর একটি গান শুনবো। এ গানের শিরোনাম 'A Song For You'।–3'44 শুনুন তাহলে গানটি।

প্রিয় শ্রোতা, আপনারা নিশ্চয়ই কানাডার সঙ্গীতদল 'Nickelback'এর নাম শুনে থাকবেন। আজ আমি আপনাদের শোনাবো তাদের একটি গান। গানের শিরোনাম 'in front of me'–5'34। তাহলে শুনুন এই গানটি।

বন্ধুরা, Damien Rice-এর নাম কে না জানে। এখন আপনারা শুনবেন আয়ারল্যাণ্ডের এই গায়কের গাওয়া 'Cross-Eyed Bear' নামের একটি গান। -4'03

শ্রোতা, গান শুনতে শুনতে অনুষ্ঠানের একেবারে শেষপ্রান্তে চলে এসেছি আমরা। এবার বিদায়ের পালা। তবে বিদায় নেবার আগে আজকের অনুষ্ঠানের শেষ গানটি আপনাদের শোনাতে চাই। মার্কিন গায়িকা Lana Del Rey -এর গান এটি। আর এ গানটির নাম 'Without You'। আশা করছি গানটি আপনাদের খুবই ভাল লাগবে।–3' 49

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040