Web bengali.cri.cn   
গায়িকা কুও চিন
  2015-11-11 15:42:59  cri


আজকের অনুষ্ঠানে আপনাদের পরিচয় করিয়ে দেবো চীনের তাইওয়ান প্রদেশের একজন গায়িকার সাথে। তার নাম কুও চিন।
১৯৮০ সালে ৫ অগাস্ট কুও চিন হংকংয়ে জম্মগ্রহণ করেছে। তার বাবা হংকংয়ের মানুষ আর মা তাইওয়ান প্রদেশের মানুষ। তাইওয়ানে তিনি বিশ্ববিদালয় লেখাপড়া করেছেন। ২০০৪ সালে কুও চিন তাইওয়ানের একটি সঙ্গীত কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন এবং আনুষ্ঠানিকভাবে গায়িকা হিসেবে প্রতিষ্ঠিত হন। পেশাদর জীবনের শুরুতে কুও চিন সবার কাছে পরিচিত ছিলেন না। কারণ তার কোম্পানি শ্রোতাদের মধ্যে রহস্য সৃষ্টি করার জন্য তাকে লাইভ পারফরমেন্স করতে দিতো না। তাই সবাই শুধু কুও চিনের গান ও কণ্ঠ শুনতেন। কিন্তু তার চেহারা কেমন তার কিছুই জানতেন না।
২০০৭ সাল জুনে কুও চিন তার প্রথম অ্যালবাম 'আমি তোমাকে ভুলে যেতে চাই না' প্রকাশ করেন। সে সময় সবাই তার পরিচিত পেয়ে বিস্মিত হয়। কারণ কুও চিনের কণ্ঠ শুনতে পরিষ্কার ও শক্তিশালী। কিন্তু তিনি দেখতে শান্ত ও মিষ্টি।  ওই একই সালে কুও চিন এই অ্যালবামের জন্য চীনা মূলভূখন্ডের শ্রেষ্ঠ নতুন গায়ক পুরস্কার লাভ করেন।
২০০৮ সালে কুও চিন তার দ্বিতীয় অ্যালবাম 'আগামীর উষা' প্রকাশ করেন। 'আগামীর উষা' গানটি তাইওয়ানের 'গোল্ডেন সুর' পুরস্কারের শ্রেষ্ঠ গানের চূড়ান্ত প্রতিযোগিতায় তালিকাভূক্ত হয়। অ্যালবামের অন্য গান 'মনের দেয়াল' সিঙ্গাপুরের শ্রেষ্ঠ গানের পুরস্কার পায়। ২০১০, ২০১১, ২০১৩ এবং ২০১৪ সালে কুও চিন তার তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ অ্যালবাম প্রকাশ করেন। প্রতিটি অ্যালবাম ব্যাপক সফল হয়।
বন্ধুরা, কুও চিনের বেশ কিছু তথ্য জানলেন। এখন আমরা একসঙ্গে তার গাওয়া কয়েকটি গান শুনবো।
আজকের অনুষ্ঠানের প্রথম গানের নাম 'আমি তোমাকে ভুলে যেতে চাই না'। এটি একটি দুঃখ মিশ্রিত প্রেমের গান। এ গানে বলা হয়েছে, প্রেম থেকে বিচ্যুত হওয়ার পরও সেই মানুষের কথা মনে থাকে। তার কথা ভেবে দুঃখ লাগলেও তাকে ভুলে যেতে চাই না। কারণ তার সাথে কাটানো সুন্দর সময়গুলোকে ভুলে যেতে চাই না। ফল খারাপ হলেও তোমাকে ভালোবেসে আমি আফসোস করি না। কারণ তুমি আমাকে অনেক শিখিয়েছে। তাই আমি তোমার প্রতি খুব কৃতজ্ঞ।
প্রিয় শ্রোতা, পরের গানের নাম 'মনের দেয়াল'। আবেগে আহত হওয়ার পর নিজেকে রক্ষা করার জন্য লোকের মনে এক অদৃশ্য দেয়াল গড়ে উঠতে পারে। তবে অনেক সময় সে নিজে তা উপলদ্ধি করতে পারে না। কিন্তু এই দেয়াল মনটা বন্ধ করে দেয় বা দুঃখ বয়ে আনতে পারে। এই গানে মনের সেই দয়ালের কথাই বলা হয়েছে। যখন মনের দেয়াল সরিয়ে দেওয়া হয়, তখন মন হালকা হয় এবং আবিষ্কার করা যায় বিস্তীর্ণ ও সুন্দর এক পৃথিবী। গানটি শুনে আপনিও হয়তো নিজের মনের দেয়াল সরাতে পারেন। চলুন একসঙ্গে চমতকার এ গানটি শুনি।
আমাদের পরের গানের নাম 'আগামীর উষা'। এ গানে বলা হয়েছে উষা বা আলো আসার আগে নিশ্চয় অন্ধকার থাকে। জীবনের অন্ধকারে তোমার হয়তো ভয়ে বিমর্ষ লাগে। কিন্তু বিশ্বাস করতে হবে নিশ্চয় জীবনে আলো আসবে এবং সব দুঃখ-ব্যথা কেটে যাবে। যখন আলো আসবে তখন নতুন দিন হবে।
বন্ধুরা, এখন আমরা যে গান আমরা শুনবো তার নাম 'বিদায়'। গানটির অর্থ এমন, যখন কালো মেঘ সমুদ্রতীরে চলে গেছে যখন শরতকালের হলুদ পাতা বিলীন হয়েছে। যখন বিমান মাটি থেকে ছেড়ে গেছে; যখন সময় কেটে গেছে। তখনও কোনো কোনো সুন্দর স্মৃতি চির দিনের মত মনে রয়েছে।
চলুন একসঙ্গে এই সুন্দর ও শান্ত গানটি শুনি আমরা।
পরের গানটি খুব প্রফুল্ল একটি গান। গানের নাম 'গাছে বসে গান গাই'। প্রত্যেক প্রাপ্তসবয়স্ক লোকের মনে একটি করে শিশু বসবাস করে। শিশুর মত খেলাধুলা করতে চায় মন। এ গানে বলা হয়েছে, আমি খালি পায় গাছে চড়ে গান গাইতে চাই। রোদ পোহাতে পোহাতে মুখ লাল হয়ে যাবে। উচু থেকে দেখে সব কিছু ছোট বলে মনে হয়। যে সব বিরক্তিকর ব্যাপার তা বাতাসের সঙ্গে চলে যাবে। গাছটি এখনও খালি। তুমি কি আমার সঙ্গে গাছে চড়ে বসতে চাও?
শ্রোতাবন্ধরা, গানটি শুনে আপনিও কি গাছে চড়ে গান গাইতে চান? চলুন একসঙ্গে গানটি শুনি আমরা।
পরের গানের নাম 'তোমার চোখে আমি'। এই গানে বলা হয়েছে যদি জীবন আবার শুরু করার সুযোগ পাই, তাহলে কি করবো? আমাদের কি দেখা হবে? তোমার চোখে আমি কি আগের মতই আছি? এসব আমি কিছুই জানি না। কিন্তু আমি জানি জীবনে দুঃখ এলে আমার ভয় লাগে না। আমি সেসব অতিক্রম করে নিজেকে আরো ভালো করবো। তখন তুমি আমাকে আরো ভালো দেখতে পাবে।
বন্ধুরা, চলুন আমরা একসঙ্গে এ গানটি শুনি। আশা করি প্রেমিকের চোখে আপনিও আরো ভলো হবেন।
প্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠানের শেষ গানটির নাম 'আমরা সুখি হবো'। জীবনে সুখ ও দুঃখ দুটোই আছে। এ গানে বলা হয়েছে দুঃখের ব্যাপারগুলো বিদায় করলে সুখি জীবন কাটানো যায়। সব সময় মনে কৃতজ্ঞতাবোধ রেখে জীবন যাপন করা উচিত।
প্রিয় শ্রোতাবন্ধুরা, আশা করি  গানের মত আপনাদেরও সুখি জীবন হবে।
শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করছি আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনারা পছন্দ করেন। শুনে ভালো লাগে আপনাদের। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ্য থাকুন। আবার কথা হবে। যাই চিয়ান। (তুহিনা/মান্না)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040