সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজি ইউনিভার্সিটির স্থায়ী ভাইস প্রেসিডেন্ট, ডিন ফ্রেডি বোয়ে বলেন, নানইয়াং টেকনলজি ইউনিভার্সিটি চীনের সঙ্গে সহযোগিতার ওপর গুরুত্বারোপ করছে। শাংহাইয়ের উচ্চ পর্যায়ের শিক্ষা ও গবেষণালব্ধ সম্পদ আছে। বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা হলো, শাংহাই থেকে চীনের বিভিন্ন অঞ্চলের সঙ্গে যোগাযোগ তৈরি করা।
বন্ধুরা এবার শুনুন '২০১৫ সালে মিলান বিশ্বমেলা সংক্রান্ত একটি প্রবন্ধ। আশা করছি, আপনারা তা পছন্দ করবেন।
বৃটিশ ভবন
৩১ অক্টোবর পর্যন্ত প্রায় ছয় মাস ধরে চলমান মিলান বিশ্বমেলা শেষ হয়েছে। গত ছয় মাসে, দু'কোটিরও বেশি মানুষ বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে 'ফিডিং দ্যা প্ল্যানেট, এনার্জি ফর লাইফ' শ্লোগানে আয়োজিত এ মেলায় অংশ নিয়েছে।
সুন্দর আতশবাজি এবং সঙ্গীতের সঙ্গে এক'শ চুরাশি দিনের মিলান বিশ্বমেলা গত ৩১ অক্টোবর শেষ হয়েছে। এবার বিশ্বমেলার প্রধান পণ্য ছিল কৃষিজ দ্রব্য। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যথেষ্ট, উন্নত মানের, সুস্থ এবং টেকসই দ্রব্য এখানে এসেছে।
চীনা গম ক্ষেত
ইতালির এক দর্শক সেরগেও মাত্তারেল্লা বলেন,
'২০১৫ সালে মিলান বিশ্বমেলা সারা বিশ্বের জন্য একটি সেতু তৈরি করেছে। আমি বিশ্বাস করি খাদ্য ও পানি সম্পদের ওপর সবার সমান অধিকার আছে।"
গত মে মাস থেকে, মিলান বিশ্বমেলায় দু'কোটিও বেশি মানুষের উপস্থিতি হয়েছে। এদের মধ্যে রয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলসহ প্রায় ৬০ জন নেতা।
ইতালির প্রদর্শন ঘরের সামনে
মিলান বিশ্বমেলায় মোট এক হাজার ২'শ এবং ৬০টি কর্মসূচির আয়োজন করা হয়। ফ্রান্সের সবজি ভবন, জার্মানির ফুলের বাগান, চীনা গম ক্ষেত...বিভিন্ন সুস্বাদু খাবার, পাফর্ম্যান্স...দর্শকরা এসব খুব উপভোগ করেছে।
মিলান বিশ্বমেলার এ প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে চীনের কৃষি সংস্কৃতি, প্রযুক্তি ও টেকসই ধারণার ব্যাপক প্রচার হয়েছে।
বিশ্বমেলা একটি চমত্কার সুযোগ, এখানে শিল্পী, স্থপতিসহ বিভিন্ন ব্যক্তি আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যোগাযোগের সুযোগ পায়। বিশ্বমেলায় 'অস্পর্শনীয় সম্পদে'র ক্ষেত্রগুলোকে ভালোভাবে বজায় রাখার ব্যবস্থা করতে হবে বলে মনে করছেন অনেকে।
প্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো? আপনারা যদি 'সাহিত্য ও সংস্কৃতি' বিষয়ক কোনো কিছু জানতে বা আলোচনা করতে চান, তাহলে আমাকে চিঠি লিখবেন বা ই-মেইল করবেন। আপনাদের কাছ থেকে চমৎকার পরামর্শ আশা করছি। আর আপনাদেরকে জানিয়ে রাখি, আমার ইমেইল ঠিকানা হলো, hawaiicoffee@163.com।
চিঠিতে প্রথমে লিখবেন, 'সাহিত্য ও সংস্কৃতি' অনুষ্ঠানের 'প্রস্তাব বা মতামত'। আপনাদের চিঠির অপেক্ষায় রইলাম।
শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। অনুষ্ঠান শোনার জন্য অনেক ধন্যবাদ। আগামী সপ্তাহে একই দিন, একই সময় আপনাদের সঙ্গে আবারো কথা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়ান (জিনিয়া/তৌহিদ)