অধ্যাপক ডা. মনি লাল আইচ লিটুর সাক্ষাত্কার
অধ্যাপক ডা. মনি লাল আইচ লিটু বাংলাদেশের একজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিত্সক। বর্তমানে তিনি রাজধানী ঢাকার মিডফোর্ট স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের নাক, কান, গলা বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করছেন। চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগ থেকে প্রচারিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান 'স্বাস্থ্য ও জীবন'–এ সম্প্রতি তিনি একটি সাক্ষাত্কার দিয়েছেন। এ সাক্ষাত্কারে উঠে এসেছে বাংলাদেশে নাক, কান, গলার অসুখ সম্পর্কে নানা তথ্য। তিনি বলেছেন শারীরিক এ সমস্যা সমাধানে নানা কথা। প্রিয় পাঠক, এখন তাহলে শুনুন অধ্যাপক ডা. মনি লাল আইচ লিটুর সাক্ষাত্কার।(ওয়াং হাইমান/মান্না)